৯ বছর পর এসএসসি রাজ্যে, নির্বিঘ্ন পরীক্ষার জন্য জেলাশাসকদের বাড়তি দায়িত্ব নবান্নের
প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নব্যেন্দু হাজরা: ৯ বছর পর রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। রবিবার, ৭ সেপ্টেম্বর ও তার পরের সপ্তাহে, ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে কমিশন। এই মুহূর্তে দুর্নীতি অভিযোগের জালে জর্জরিত এসএসসি। বিস্তর অভিযোগ রয়েছে পরীক্ষার্থীদের। আর সেসব খণ্ডন করতে মরিয়া কমিশনের কর্তারা। রবিবারের পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে শনিবার সমস্ত জেলাশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁদের দেওয়া হল বাড়তি দায়িত্ব। পরীক্ষা নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে, সেদিকে বাড়তি সতর্কতার কথা বলা হল।
নবান্ন সূত্রে খবর, রবিবারের এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, তার সবটাই জেলাশাসকদের নিতে হবে বলে নির্দেশ। পরীক্ষাকেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন থেকে শুরু করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বাড়তি বাস এবং অন্যান্য গণপরিবহণ চালানোর নির্দেশ দেবেন জেলাশাসকরা। শুধু তাই নয়, নির্দেশ ঠিকমতো কার্যকর হচ্ছে কি না, তারও নজরদারি করতে হবে।
রাজ্যজুড়ে মোট ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে হবে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকদের। শনিবার নবান্নের ভারচুয়াল বৈঠকে ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব জেলা প্রশাসনকে পরীক্ষা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নিতে বলেছেন।
পরীক্ষার দিন রাস্তায় থেকে প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়েছে। পরিবহণ দপ্তরের তরফে সকাল থেকেই অন্যান্য রবিবারের তুলনায় বাড়তি বাস রাস্তায় নামবে বলে জানানো হয়েছে। যেহেতু বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত পরীক্ষা এবং পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে, সে কারণে শহরের রাস্তায় সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে তিনটে পর্যপ্ত বিশেষ পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য মেট্রোরেল বাড়তি কোনও পরিষেবা দিচ্ছে না। প্রতি রবিবারের মতো আগামিকালও সকাল ন’টা থেকেই ছুটবে মেট্রো।