• না বলে বাথরুমে! শিক্ষিকার ‘শাস্তি’র জেরে অসুস্থ খুদে
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • ছত্তিশগড়: ক্লাসটিচারের অনুমতি না নিয়েই টয়লেটে যাচ্ছিল। এই ‘অপরাধে’ দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। শুধু তাই নয়, নাবালিকাকে ১০০ বার কান ধরে ওঠবোসও করান তিনি। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়া। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার শিক্ষক দিবসের দিন অমানবিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুরগুজা জেলায়। বিষয়টি জানাজানি হতেই শিক্ষিকার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

    ওই ছাত্রীর নাম সমৃদ্ধি গুপ্তা। সে সীতাপুরের প্রতাপগড়ের ডিপিএসে দ্বিতীয় শ্রেণির পড়ে। জানা গিয়েছে, ঘটনার দিন কাউকে না বলেই সে ক্লাসরুমে থেকে বেরিয়েছিল। বাথরুম যাওয়ার পথে নম্রতা গুপ্তা নামে এক শিক্ষিকার সঙ্গে তার দেখা হয়। সেই সময় ফোনে কথা বলছিলেন নম্রতা। ছাত্রীকে দেখে তিনি জানতে চান, ‘তুমি কোথায় যাচ্ছ?’ খুদের জবাব দেয়, ‘বাথরুমে’। সেকথা শুনেই প্রচণ্ড রেগে যান শিক্ষিকা। লাঠি দিয়ে বেধড়ক মারের পর ক্লাসে এনে ১০০ বার উঠবোস করান। যন্ত্রণায় কাঁদতে শুরু করে ওই পড়ুয়া। কিন্তু, অমানবিক শিক্ষিকার তাতে মন গলেনি। অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চারদিন পরও সে চিকিৎসাধীন। চলাফেরা করতে পারছে না। হাসপাতাল সূত্রে খবর, তার পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে। সীতাপুরের ব্লক শিক্ষা আধিকারিক ইন্দু তিরকি জানিয়েছেন, শিক্ষাদপ্তরের একটি দল বিষয়টি খতিয়ে দেখছে। দু’দিনের মধ্যে তাঁরা রিপোর্ট জমা দেবে। শিক্ষিকা দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)