রেলের শূন্য পদ না ভরলে আন্দোলন, হুঁশিয়ারি সংগঠনের
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলে খালি প্রায় দেড় লক্ষ পদ। এর মধ্যে সুরক্ষা সংক্রান্ত ক্যাটিগরিতেই শূন্য রয়েছে ৭০ হাজারেরও বেশি পদ। এমনই অভিযোগ করছে রেল কর্মীদের সংগঠন। এই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রের মোদি সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়েছে, অবিলম্বে এইসব শূন্যপদে কর্মী নিয়োগ করতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেবেন রেল কর্মচারীরা। দিল্লিতে রেল কর্মীদের সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়েমেন-এর (এনএফআইআর) রাষ্ট্রীয় অধিবেশন হয়েছে। সেই সর্বভারতীয় সম্মেলন থেকেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংগঠনের শীর্ষ নেতৃত্বের অভিযোগ, শূন্যপদে লোক নিয়োগ না হলে সাধারণ রেল যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তেমনই কর্মরত রেল কর্মীদের উপর অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতে হবে।