নগ্ন হয়ে এসে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের ‘ন্যুড গ্যাং’ আতঙ্ক উত্তরপ্রদেশের মিরাটে, দুষ্কৃতীদের ধরতে ড্রোন উড়িয়ে তল্লাশি
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
লখনউ: আচমকা বিবস্ত্র হয়ে আসছে একদল। সুযোগ বুঝে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে নির্জন স্থানে। উত্তরপ্রদেশের মিরাটজুড়ে এবার ‘ন্যুড গ্যাং’য়ের আতঙ্ক। ইতিমধ্যেই সামনে এসেছে চারটি ঘটনা। এর জেরে মিরাটের দাউরালায় এখন বাড়ি থেকে একলা বেরতে ভয় পাচ্ছেন মহিলারা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিস। তবে এপর্যন্ত কোনও দুষ্কৃতীর হদিশ মেলেনি। অগত্যা গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছে। ড্রোন উড়িয়ে শুরু হয়েছে তল্লাশিও।
সম্প্রতি পুলিসের কাছে একটি অভিযোগ আসে। ভারালা গ্রামের ঘটনা। একাই কাজে যাচ্ছিলেন এক মহিলা। আচমকা তাঁকে ফাঁকা খেতের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দু’জন। কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গ্রামবাসী। চারদিক থেকে পুরো খেতটিকে ঘিরে ফেলা হয়। কিন্তু কারও কোনও হদিশ মেলেনি। মহিলার কথায়, ‘ওদের গায়ে কাপড় ছিল না। আমাকে জোর করে খেতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।’ পরিবার সূত্রে খবর, ভয়ে আগের কাজ ছেড়ে দিয়েছেন ওই মহিলা। এখন অন্য পথে যাতায়াত করছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এর আগেও একই ঘটনা ঘটেছে। তবে লোকলজ্জার ভয়ে কেউ পুলিসের দ্বারস্থ হয়নি। এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। এলাকার মেয়েরা বাড়ির বাইরে বেরতে ভয় পাচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিস। কয়েকটি দল গঠন করে খোঁজ শুরু হয়েছে। ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা।