হানিমুন মার্ডার: সোনমদের বিরুদ্ধে চার্জশিট পুলিসের
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
গুয়াহাটি: রাজা রঘুবংশী খুন মামলায় চার্জশিট জমা দিল মেঘালয় পুলিস। ৭৯০ পাতার চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে মৃতের স্ত্রী সোনম রঘুবংশী, তাঁর প্রেমিক রাজ খুশওয়ার নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুন, ফৌজদারী ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, তদন্তে ভুল তথ্য প্রদানের মতো ধারায় মামলা দায়ের করেছে পুলিস। পাশাপাশি, খুনে অভিযুক্ত আকাশ, বিশাল ও আনন্দের নামও অতিরিক্ত চার্জশিটে যুক্ত করেছেন তদন্তকারীরা। পূর্ব খাসি হিলের পুলিস সুপার বিবেক জানিয়েছেন, সোনমের সঙ্গে রাজের প্রেমের সম্পর্ক ছিল। দু’জনে মিলে রাজাকে খুনের ষড়যন্ত্র করেন। তিনজন সুপারি কিলারকেও ডেকে এনেছিলেন তাঁরা। আগেই পুলিসি জেরায় খুনের কথা স্বীকার করেছিলেন অভিযুক্তরা।
বিয়ের সপ্তাহখানেকের মধ্যেই গত ২২ মে মেঘালয়ে হানিমুনে গিয়েছিলেন রঘুবংশী ও সোনম। পরদিন একটি স্কুটার ভাড়া করে শিলং থেকে তাঁরা সোহরা বেড়াতে গিয়েছিলেন। সেখান গিয়ে দু’জনেই নিখোঁজ হয়ে যান। তদন্ত নেমে ২ জুন গভীর খাদ থেকে রঘুবংশীর দেহ উদ্ধার করে পুলিস। এই হত্যাকাণ্ড সারা দেশেই তোলপাড় ফেলে দেয়। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে নিহতের স্ত্রী সোনমকে গ্রেপ্তার করে পুলিস। পরে সোনমের প্রেমিক কুশওয়া ও অন্যান্য অভিযুক্তদের হেফাজতে নেন আধিকারিকরা। প্রায় সাড়ে তিন মাস পর এই চার্জশিট জমা দিল পুলিস।