আমেদাবাদ: গুজরাতে পণ্যবাহী রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ছ’জনের। শনিবার দুপুরে পাঁচমহল জেলার পাভাগড় মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে। ‘শক্তিপীঠ’ বলে পরিচিত ওই কালীমন্দিরটি ৮০০ মিটার উঁচু পাহাড়ের উপরে অবস্থিত। সেখানে ভক্তদের যাতায়াতের জন্য রোপওয়ের ব্যবস্থা রয়েছে। তবে এদিন রোপওয়ের সাহায্যে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। নীচের দিকে নামার সময় হঠাত্ই তার ছিঁড়ে যায়। এর ফলে সামগ্রী সহ ওই ট্রলিটি আছড়ে পড়ে। ট্রলিতেই ছ’জন ছিলেন। মৃত্যু হয় তাঁদের।
পাঁচমহলের পুলিস সুপার ডঃ হর্ষ দুধাত জানিয়েছেন, ঘটনার পরেই এলাকায় পুলিস ও দমকলের বাহিনী গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পাঁচমহলের জেলাশাসক অজয় দাহিয়া জানিয়েছেন, মৃতদের মধ্যে দু’জন লিফ্ট অপারেটর, দু’জন শ্রমিক ও অন্য দু’জন রোপওয়ে ট্রলি চলাচলের সঙ্গে যুক্ত। তিনি জানান, খারাপ আবহাওয়ার জন্য এদিন ভক্তদের জন্য রোপওয়ে পরিষেবা বন্ধ ছিল। তাই আরও বড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে। গুজরাতের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানান, পাভাগড় মন্দিরে যাওয়ার জন্য দু’টি রোপওয়ে রয়েছে। একটি পণ্য পরিবহণের। অপরটি, ভক্তদের। এদিন এক নম্বর টাওয়ারের কাছে ট্রলিটি পৌঁছোতেই তার ছিঁড়ে যায়। মৃতদেহ উদ্ধার করে পোস্ট-মর্টেমের জন্য পাঠানো হয়েছে। তবে কতটা উঁচুতে এই দুর্ঘটনা ঘটে, তা স্পষ্ট নয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। কোনও গাফিলতি বা পরিকাঠামোগত ত্রুটি এর জন্য দায়ী কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারও রোপওয়ে পরিষেবার নিরাপত্তা খতিয়ে দেখবে।