• ওড়িশায় সন্দেহের জেরে প্রেমিকাকে খুন, আটমাস পর উদ্ধার মৃতদেহ, ধৃত প্রেমিক
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • ভুবনেশ্বর: আটমাস নিখোঁজ থাকার পর পরিত্যক্ত খনি থেকে উদ্ধার হল যুবতীর পচাগলা দেহ। শুক্রবার রাতের এই ঘটনাটি ওড়িশার কলিঙ্গ মুন্ডিয়ার। মৃতার নাম নিরুপমা (২২)। ইতিমধ্যে তাঁর প্রেমিক দেবাশিস বিসোইকে গ্রেপ্তার করেছে পুলিস। খুনে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। জেরায় দোষ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। জানা গিয়েছে, সম্পর্কে টানাপোড়েনের জেরেই নিরুপমাকে হত্যা করে দেবাশিস। পুলিস সূত্রে খবর, ভুবনেশ্বরে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন নিরুপমা ওরফে মিতা। গত ২৪ জানুয়ারি বাড়িতে আসার কথা ছিল তাঁর। কিন্তু তারপর আর তাঁর খোঁজ মেলেনি। গত ২৭ জানুয়ারি পুলিসের দ্বারস্থ হয় পরিবার। ভরতপুর থানা তদন্তে নামে। কিন্তু নিরুপমার সন্ধান মেলেনি। ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারেরও দ্বারস্থ হয় যুবতীর পরিবার। কিন্তু কোনও লাভ হয়নি। তদন্তে নেমে পুলিস জানতে পারে, নিখোঁজ হওয়ার পরেও নিরুপমার মোবাইল বেশ কয়েকবার চালু করা হয়। চলতি সপ্তাহ ফোনের কিছু ডিজিটাল তথ্য খতিয়ে দেখে অবশেষে সাফল্য পায় পুলিস। মোবাইলের সূত্র ধরেই দেবাশিসকে পাকড়াও করা হয়। পুলিস কমিশনার বলেন, ‘দু’জনেই একসঙ্গে ঘটনাস্থলে গিয়েছিল। প্রথমে পরিস্থিতি বুঝে নিরুপমাকে খুন করে দেবাশিস। তারপর দেহ পরিত্যক্ত খনিতে ফেলে দেয়। জানা গিয়েছে, খুনের পরেও যুবতীর ফোন ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলত অভিযুক্ত।’
  • Link to this news (বর্তমান)