‘বিহার ও বিড়ি’: বেফাঁস পোস্টের জেরে ইস্তফা কংগ্রেস নেতার
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: বিড়ি শ্রমিক ও বিহারের বাসিন্দাদের প্রতি অপমানজনক মন্তব্য। পদত্যাগ করলেন কংগ্রেস নেতা ভি টি বলরাম। হাত শিবিরের কেরল ইউনিটের সোশ্যাল মিডিয়া টিমের প্রধান ছিলেন বলরাম। মোদি সরকারের জিএসটি ২.০তে বিড়ির উপর কর হ্রাসের ঘোষণাকে কটাক্ষ করা হয় কেরল কংগ্রেসের ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তাদের পোস্টে লেখা হয়, ‘বিড়ি থেকে বিহার, ‘বি’ দিয়ে শুরু কোনও বস্তুই আর পাপ (সিন) নয়’। আর এই পোস্ট ঘিরে বিজেপি শিবিরের তীব্র আক্রমণের মুখে পড়ে কংগ্রেস। বিহারে কড়া নাড়ছে ভোট। তার আগে কংগ্রেস বিহার ও বিড়ি শ্রমিকদের অপমান করেছে বলে সরব হয় গেরুয়া শিবির। প্রবল অস্বস্তির মুছে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে হাত শিবির। মুছে ফেলা হয় ওই পোস্ট। এই বিতর্কের জেরে এবার বলরাম সরে দাঁড়ালেন। প্রসঙ্গত, বিড়ি শিল্পের দেশের অন্যতম বড় হাব বিহার। দেশজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ বিড়ি তৈরির সঙ্গে যুক্ত।