বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াকে নিগ্রহ, ৬ ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
লখনউ: উত্তরপ্রদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন বিভাগের ছাত্রকে শারীরিক নিগ্রহের অভিযোগ। এই ঘটনায় ছ’জন ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিস। এব্যাপারে ছিনহাট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযু্ক্তদের মধ্যে রয়েছেন জাহ্নবী মিশ্র, আয়ুষ যাদব, মিলন বন্দ্যোপাধ্যায়, বিবেক সিং এবং আর্যমান শুক্লা।
গত ২৬ আগস্টের ওই ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আসে। সেখানে বিশ্ববিদ্যালয়ের পার্কিং চত্বরে ওই পড়ুয়াকে গাড়ির মধ্যে মারধর করতে দেখা যায়। এক তরুণ ও তরুণী ওই পড়ুয়াকে মারছিলেন। সেই সময় আক্রান্তর হাত চেপে ধরেছিলেন কয়েকজন। চড় মারার সময় হামলাকারীরা জাহ্নবী এবং সোমিয়া নামে দুই ছাত্রীর নামও উল্লেখ করেন। তবে কী কারণে এই মারধরের ঘটনা, তা জানা যায়নি। জানা গিয়েছে, পুরো ঘটনায় সন্ত্রস্ত আক্রান্ত পড়ুয়া। তিনি ক্যাম্পাসে যেতে ভয় পাচ্ছেন।
লখনউ পুলিস এব্যাপারে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। পুলিস মনে করছে, এই ঘটনার পিছনে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে।