নয়াদিল্লি: তিহার জেলে বন্দি জম্মু ও কাশ্মীরের সাংসদ ইঞ্জিনিয়ার রশিদকে হেনস্তার অভিযোগ। কাঠগড়ায় ওই জেলেরই তিন রূপান্তরকামী সহবন্দি। রশিদ অল্প চোট পেয়েছেন বলে স্বীকার করেছে জেল কর্তৃপক্ষ। তবে বন্দি সাংসদকে হত্যার ষড়যন্ত্র সংক্রান্ত রিপোর্ট খারিজ করে দেওয়া হয়েছে। বর্তমানে তিহারের ৩ নম্বর জেলে রয়েছেন রশিদ। সেখানে তাঁর সঙ্গেই থাকেন তিন রূপান্তরকামী বন্দি। জেল সূত্রে খবর, বচসার জেরে হেনস্তার এই ঘটনা। সন্ত্রাসে আর্থিক মদত সংক্রান্ত মামলায় অভিযুক্ত হিসেবে ২০১৯ সাল থেকে বন্দি রয়েছেন ইঞ্জিনিয়ার রশিদ। তিনি আওয়ামি ইত্তেহাদ পার্টির প্রতিষ্ঠাতা। জেলবন্দি অবস্থাতেই গত বছর লোকসভা নির্বাচনে জয়ী হয়ে চমক দেন রশিদ। বারামুলা আসনে দুই হেভিওয়েট প্রার্থী ওমর আবদুল্লা ও সাজ্জাদ গোনি লোনকে হারিয়ে দেন তিনি।