তেলেঙ্গানায় মাদক চক্রের পর্দাফাঁস, ১২ হাজার কোটি টাকার কাঁচামাল বাজেয়াপ্ত, ধৃত এক বাংলাদেশি সহ ১২
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
মুম্বই: বড়সড় মাদক চক্রের পর্দাফাস করল মহারাষ্ট্র পুলিস। শনিবার তেলেঙ্গানার চেরামাল্লি এলাকায় একটি মাদক তৈরির কারখানায় হানা দেন তদন্তকারীরা। সেখানে বাজেয়াপ্ত করা হয় মেফেড্রোন (এমডি) মাদক তৈরির ৩২ হাজার লিটার উপাদান। যার বাজারমূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার এক বাংলাদেশি সহ মোট ১২ জন।
পুলিস সূত্রে খবর, মাত্র ২০ গ্রাম নিষিদ্ধ মাদকের তদন্তে নেমে এই বিশাল চক্রের সন্ধান পায় পুলিস। মাসখানেক আগে এক বাংলাদেশি মহিলাকে ২৪ লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার করা হয়েছিল। জানা যাচ্ছে, ধৃতের নাম ফতিমা মুরাদ শেখ ওরফে মোল্লা (২৩)। তারপর থেকেই তদন্তকারীদের নজরে আসে ওই মাদক চক্র। শনিবার একযোগে ৬০টি আস্তানায় হানা দেয় পেয়েছিল মীরা ভায়ান্ডার, ভাসাই বিহার পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। তারপরেই চলতি বছরে দেশের অন্যতম বড় মাদকচক্রের পর্দাফাঁস করা হয়।
পুলিস সূত্রে খবর, গোটা চক্রের মাথা শ্রীনিবাস ভালোত্তি, একজন আইটি বিশেষজ্ঞ। রসায়নের উপর দখলকে মাদক বানানো কাজে লাগিয়েছিলেন তিনি। তেলেঙ্গানার ওই কারখানায় রাসায়নিক তৈরির আড়ালে রমরমিয়ে তৈরি হত নিষিদ্ধ মাদক। স্থানীয় দুষ্কৃতী ও এজেন্টদের মাধ্যমে হাতবদল হয়ে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত। তদন্তকারীদের অনুমান, কয়েকশো কেজি মেফেড্রোন মাদক তৈরি করে তা বাজারে ছেড়েছে দুষ্কৃতীরা।