নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজার পুরসভা এলাকায় টোটোর দাপাদাপি নিয়ে অতিষ্ঠ মানুষ। টোটোর দাঁড়ানোর জন্য স্ট্যান্ড না থাকায় যেখানে সেখানে দাঁড়িয়ে তারা যাত্রী তুলছে বলে যানজটের সৃষ্টি হচ্ছে। শহরবাসীর একাংশের দাবি, বিভিন্ন সময়ে নানা স্টিকার লাগানো সত্ত্বেও টোটোর যাত্রাপথ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সামনেই দুর্গাপুজো। তার আগে টোটোর দাপট নিয়ন্ত্রণ না করা গেলে উত্সবের সময় যানজটের ফলে ইংলিশবাজার পুরসভা এলাকায় চরম ভোগান্তি অপেক্ষা করছে। সেজন্য দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন সাধারণ মানুষের একাংশ।
ইংলিশবাজার পুরসভা কর্তৃপক্ষের দাবি, বহুবার জেলা প্রশাসনকে বলা সত্ত্বেও কমিটি গঠন হওয়া ছাড়া সেই অর্থে কিছু হয়নি। ফলে সমস্যা একই রয়ে গিয়েছে। পরিবহণ দপ্তরের দাবি, জেলাশাসকের নির্দেশে টোটো চালকদের সঠিক রুটে চলার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
মালদহ জেলা আঞ্চলিক পরিবহণ অধিকর্তা অনুপম চক্রবর্তী বলেন, জেলা পরিষদের সঙ্গে আলোচনা করেছি। তারা বিভিন্ন এলাকায় টোটো চালকদের একত্রিত করে আমাদের জানালে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করব। রাস্তায় চলতে গেলে কী কী নিয়ম মানতে হবে, তা শিবিরে জানানো হবে।
সাধারণ মানুষের দাবি, শহরের মূল রাস্তা রথবাড়ি, ফোয়ারা মোড়, নেতাজি মোড়, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকায় টোটো চালকদের দাপাদাপি চরম আকার নিয়েছে। মাঝে মধ্যে পাশাপাশি তিনটি টোটো চলতে দেখা যাচ্ছে। যার ফলে যানজটের যন্ত্রণা ভুগছেন মালদহবাসী।
ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, আমরা জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছি। তাদের একাধিক পরিকল্পনার কথা বলা হয়েছে। জেলা প্রশাসন বিষয়টি দেখছে।