• রাতারাতি স্কুলের জেনারেটর বিক্রির অভিযোগ, হবে তদন্ত
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, হবিবপুর: রাতারাতি জেনারেটর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। শনিবার বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে অবিলম্বে জেনারেটরটি ফেরত আনার দাবি জানান অভিভাবক ও ছাত্রছাত্রীরা। ঘটনাটি হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের আইহো উচ্চ বিদ্যালয়ের। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করা হয়েছে। 

    অভিভাবকদের অভিযোগ মেনে নিয়ে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্রর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সঞ্জয় বর্মন। তাঁর দাবি, বিদ্যালয়ের কোনও বিষয়ে প্রধান শিক্ষক তাঁর সঙ্গে আলোচনা করেন না। জেনারেটরটি কেনা ও বিক্রির বিষয়েও তাঁকে কিছু জানানো হয়নি। 

    সঞ্জয় বলেন, কিছুদিন আগে আরটিআই করে দেখা যায়, মিড ডে মিলের প্রায় চার লক্ষ বাহান্ন হাজার টাকা বেসরকারি সংস্থাকে চেকের মাধ্যমে দিয়েছেন প্রধান শিক্ষক। এর জন্য পরিচালন কমিটির সঙ্গে মিটিং বা বিডিওর অনুমতি নেননি তিনি। সেবিষয়ে জেলাশাসক ও ডিআই অফিসে লিখিত অভিযোগ জানিয়েছিলাম।

    ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে জেনারেটরের বিষয়টি জানার পর ব্লক ও জেলার বিভিন্ন দপ্তরের ফের লিখিত অভিযোগ করেছেন সঞ্জয়। 

    প্রধান শিক্ষকের দাবি, ছাত্রছাত্রীদের স্বার্থে জেনারেটরটি কেনা হয়েছিল। কিছুদিন চলার পর খারাপ হওয়ায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছু সিনিয়র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছিল। শর্ত ছিল, কেউ জেনারেটর দান করলে টাকা অ্যাকাউন্টে রেখে দেওয়া হবে। পরবর্তীতে টাকা রেখে দেওয়া হয়েছে। 

    সমগ্র শিক্ষা মিশনের জেলা আধিকারিক বলেন, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)