সংবাদদাতা, দিনহাটা: আবারও রাজ্যসেরা হয়েছে গোপালনগর এমএসএস হাইস্কুল। একই সঙ্গে বিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের সহকারী শিক্ষক জাকির হোসেন পেয়েছেন শিক্ষারত্ন সম্মান। জোড়া সাফল্যে আপ্লুত দিনহাটা মহকুমা তথা গোটা কোচবিহার জেলা। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয়রা।
গত আট বছরে পাঁচবার রাজ্য মেধাতালিকার প্রথম দশে ঠাঁই পেয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৭-’১৮ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগ চালু হওয়ার পর থেকে সাফল্যের নজির গড়ে চলেছে।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আক্কাজ আলি বলেন, ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২৭৬। শিক্ষক ২৬ জন। পরিকাঠামোগত সমস্যা সত্ত্বেও সবার চেষ্টায় এই সাফল্য। বিদ্যালয়ের বুনিয়াদ রচনা করে গিয়েছেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত প্রসন্নকুমার রায়। পরবর্তী প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র দেবও বিশেষ ভূমিকা নিয়েছিলেন।
শিক্ষারত্ন জাকির হোসেন বলেন, এই সম্মান দায়িত্ব আরও বাড়িয়ে দিল। পুরস্কারমূল্য ২৫ হাজারের সঙ্গে আরও যোগ করে মোট একলক্ষ টাকা বিদ্যালয়ের নামে রাখা হবে। সেই টাকা থেকে প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী চার পড়ুয়াকে মেধা পুরস্কার দেওয়া হবে।
দিনহাটা মহকুমার প্রাণকেন্দ্রে এই বিদ্যালয় ২০২০ সালে রাজ্যের ‘সেরা বিদ্যালয়’ পুরস্কার অর্জন করেছিল। ধারাবাহিকতা বজায় রেখে ২০২৪ সালেও ফের রাজ্যসেরা হয় স্কুলটি।