এসএসসি পরীক্ষার জন্য আজ ২০০ অতিরিক্ত বাস এনবিএসটিসি’র
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ, রবিবার এসএসসি পরীক্ষার জন্য প্রায় ২০০ অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় রবিবার বাস কম চলে। কিন্তু এই রবিবার এসএসসি পরীক্ষা থাকায় নিগম ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছে। জেলা শহরের সঙ্গে ব্লক ও গ্রামীণ এলাকার মধ্যে সংযোগ রক্ষার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এসএসসির পরীক্ষার্থীরা যাতে এদিন তাঁদের গন্তব্যে পৌঁছতে কোনওরকম সমস্যার সম্মুখীন না হন, তার জন্য রবিবার নিগম প্রায় ২০০ অতিরিক্ত বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে।