• সবুজ সাথীর সাইকেল বিলির সূচনা
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের ইংরেজবাজার ব্লকের খাসকোল হাইস্কুলে পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হল। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস, হাইস্কুলের প্রধান শিক্ষক ব্যোমকেশ সরকার সহ অন্যরা। এদিন তাঁরা নবম শ্রেণির ১৫৭ জন ছাত্রছাত্রীকে সাইকেল তুলে দেন। 

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর সাইকেল পেয়ে পড়ুয়াদের যাতায়াত সহজ হয়েছে। এতে ড্রপ আউটের সংখ্যা অনেকটাই কমেছে। সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারাও। 

    লিপিকা বলেন, সবুজ সাথীর মাধ্যমে এদিন আমরা ১৫৭ জন পড়ুয়াকে সাইকেল দিতে পেরেছি। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা চাই মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের সুবিধা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে।

    বাণীব্রত বলেন, মালদহ জেলার বিভিন্ন এলাকায় স্কুলগুলিতে সবুজ সাথীর সাইকেল বিতরণ করা হচ্ছে। পড়ুয়াদের সবরকম সুযোগ সুবিধা সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করছি। 

    প্রধান শিক্ষকের কথায়, স্কুলের অনেক পড়ুয়াকে প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)