• পরিযায়ীদের হেনস্তা করলেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা, বাংলা ভাষাকে অপমানের অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হল মালতীপুর বিধানসভার এনায়েতনগরে। শনিবার সন্ধ্যায় সমাবেশের উদ্যোক্তা ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। এছাড়া ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, সদস্য আব্দুল হাই, রেহেনা পারভিন ও শিউলি খাতুন, মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, চাঁচল ২ ব্লক তৃণমূল সভাপতি আবুল কালাম আজাদ ও পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা সহ অন্যরা।এলাকার প্রায় হাজার খানেক বাসিন্দা এদিন সমাবেশে যোগ দেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কাজে যাওয়া বাঙালি শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে নাগরিকত্ব যাচাইয়ের নামে অপমান ও হেনস্তা করা হচ্ছে। অনেকে আতঙ্কে ভিনরাজ্যে কাজে যেতে পারছেন না। সম্প্রতি একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। অপমান করা হয়েছে বাংলা ভাষাকেও। এর প্রতিবাদে এদিন মঞ্চে বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূল নেতৃত্ব। রহিম বক্সি বলেন, বাঙালি শ্রমিকেরা ভিনরাজ্যে গেলে বাংলাদেশি বলে হেনস্তা করা হয়। এটা অত্যন্ত লজ্জাজনক।  বিজেপি শাসিত রাজ্যে শ্রমিকদের উপর এভাবে অত্যাচার হলে চুপ থাকব না। এর বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামতে হবে। ফের এমন ঘটনা ঘটলে এলাকার বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে তাদের পতাকা ছিঁড়ে ফেলুন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)