• চীনে আন্তর্জাতিক কর্মশালায় আমন্ত্রণ অধ্যাপক রিপনকে
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: চীনের আনহুই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণামূলক কর্মশালায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক রিপন সাহা। আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ওই আন্তর্জাতিক কর্মশালা হবে প্রতিবেশী দেশটিতে। সেখানে নানা দেশের গণিতবিদরা উপস্থিত থেকে গণিতের নানা গবেষণাধর্মী বিষয় নিয়ে আলোচনা করবেন। সেখানে নিজের দেশের গণিত নিয়ে গবেষণামূলক নানা দিক তুলে ধরবেন বালুরঘাটের পতিরামের রিপন। 

    আমেরিকার ফিলাডেলফিয়ায় আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনেও ডাক পেয়েছেন তিনি। আগামী বছর সেই সম্মেলনে যোগ দেবেন তিনি। বিগত দিনেও গণিতের এই অধ্যাপক সুইডেন, ফিলিপাইনস, উজবেকিস্তান, স্পেন, ইতালি সহ একাধিক দেশে গবেষণা ও সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

    রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিপন সম্প্রতি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের দায়িত্ব পেয়েছেন। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়েও পড়ান তিনি।

    রিপনের কথায়, আগামী ৮ থেকে ২০ সেপ্টেম্বর চীনের হেফেই শহরের আহুই ইউনিভার্সিটিতে ‘পার্সপেকটিভ ইন নন-কমিউটেটিভ এলজেব্রাস’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণাসভায় যোগ দেব। এই কর্মশালার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে ফ্রান্সের একটি আন্তর্জাতিক সংগঠন। ওই সভায় আমার দেশের গণিতের গবেষণামূলক নানা দিক তুলে ধরব।

    রিপনবাবুর পড়াশোনা পতিরাম হাইস্কুল থেকে শুরু। পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি। তারপর কানপুর থেকে এমএসসি ডিগ্রি এবং যাদবপুর থেকে পিএইচডি করেন। বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কন্ট্রোলারের দায়িত্ব সামলাচ্ছেন।
  • Link to this news (বর্তমান)