৩৮১ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার কালিয়াচকের যুবক
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: কোনও প্রাইভেট গাড়িতে চোরাগোপ্তাভাবে নয়। মালদহ থেকে যাত্রীবাহী বাসে করেই এবার রায়গঞ্জ শহরে মাদক পাচারের ছক কারবারীদের। তবে শেষরক্ষা হয়নি। শনিবার বিকেলে শহরের এনবিএসটিসি বাসস্ট্যান্ডের পাশের গলি থেকে ব্রাউন সুগার সহ পাকড়াও এক যুবক। ধৃতের নাম মহম্মদ রহিম শেখ। তার বাড়ি মালদহের কালিয়াচক থানা এলাকায়। ধৃতের থেকে উদ্ধার হয়েছে ৩৮১ গ্রাম ব্রাউন সুগার। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ঘটনার তদন্ত হচ্ছে।
পুলিস সূত্রে খবর, গোপন সূত্রে আগেভাগেই মাদক পাচারের বিষয়টি জানা যায়। সেই তথ্যের ভিত্তিতে এদিন রায়গঞ্জ থানার পুলিশ, সংশ্লিষ্ট এলাকায় অভিযানে নামে। রীতিমতো ফাঁদ পেতে এনবিএসটিসি বাসস্ট্যান্ডের পাশের রাস্তায় অপেক্ষা করতে থাকে পুলিশ। শেষপর্যন্ত সন্দেহভাজন ওই যুবককে দেখা যায় হাতে বাজারের একটি ব্যাগ নিয়ে হেঁটে আসছে। তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ ও তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি চালিয়ে তিনটি প্যাকেটে ব্রাউন সুগার মেলে।
পুলিশ ও প্রশাসন এরপরই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে। ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব সাহা বলেন, মালদহের কালিয়াচক থানা এলাকার বাসিন্দা মহম্মদ রহিম শেখের কাছ থেকে ৩৮১ গ্রামের কিছু বেশি পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। ধৃতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। - নিজস্ব চিত্র