চাষাবাদের পুরনো পদ্ধতি তুলে ধরবে আলিপুরদুয়ারের হোয়াইট হাউস ক্লাব
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: জেলা শহরের আলিপুরদুয়ার-কুমারগ্রামদুয়ার রোডে পাশাপাশি দুটি পুজো। শামুকতলা যেতে রাস্তার ডানদিকে সুভাষপল্লি কালচারাল ক্লাবের পুজো। রাস্তার বাঁ দিকে হোয়াইট হাউস ক্লাবের পুজো। থিমে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে দুটি ক্লাব। সুভাষপল্লি কালচারালের পুজো মণ্ডপের থিম বালেশ্বরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অন্যদিকে, হোয়াইট হাউসের মণ্ডপের থিম ‘আশায় বাঁচে চাষা’ ।
পুরনো পদ্ধতিতে চাষাবাদে প্রচুর শ্রমদিবস তৈরি হতো। লাঙল ও বলদে আবাদ হতো। ফসল ফলাতে ব্যবহার হতো জৈব গোবর সার। এখন কম সময়ে বেশি উৎপাদনের আশায় ট্রাক্টর দিয়ে জমি চাষ এবং রাসায়নিক সার ব্যবহার করছেন মানুষ। তাতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মানুষের রোগব্যাধিও বাড়ছে। সমাজে এই বার্তা দিতেই হোয়াইট হাউসের এবারের থিম ‘আশায় বাঁচে চাষা’।
হোয়াইট হাউসের পুজো এবছর ৪৭ বছরে পড়ল। ক্লাবের পুজো কমিটির সভাপতি দেবকান্ত বড়ুয়া বলেন, পুষ্ঠিকর খাবার ও বেশি শ্রমদিবস তৈরির জন্য পুরনো প্রথায় চাষাবাদ করা উচিত। রাসায়নিক সারের ব্যবহার কমানো দরকার।
কাঠ, বাঁশ, প্লাইউড ও থার্মোকল দিয়ে তৈরি হোয়াইট হাউসের মণ্ডপের দেওয়ালে লাঙল, গোরু, চাষির টুপি, ধামা, কুলোর ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। থাকছে ধান রাখার চটের বস্তার ছবিও। প্রতিমাতেও থাকছে চাষির জীবনযাপনের আদল। শিল্পী সঞ্জীব মহন্ত মণ্ডপ তৈরি করছেন। এবছরও চন্দননগরের মায়াবী আলোয় ভাসবে হোয়াইট হাউসের মণ্ডপ।
অন্যদিকে, সুভাষপল্লি কালচারালের পুজো এবার ৭৫ বছরে পা দিল। তাদের মণ্ডপের থিম বালেশ্বরে ঘটে যাওয়া সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ক্লাবের পুজো কমিটির সভাপতি গোপাল সরকার বলেন, ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের জীবনহানি হয়। সেই ভয়াবহ ছবিই এবার আমাদের পুজো মণ্ডপে তুলে ধরা হবে। নিজস্ব চিত্র।