• নিয়মিত বিদ্যালয়ে এলে মিলবে পুরস্কার, অভিনব উদ্যোগ রামভোলা হাইস্কুলের
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক জায়গাতেই কমেছে। অনেক ক্ষেত্রে অভিভাবকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্কুলে উপস্থিতির হার বাড়াতে উদ্যোগ নিয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের প্রাথমিক বিভাগ। প্রতিমাসে স্কুলে যে ছাত্রছাত্রীরা নিয়মিত উপস্থিত হবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রতিমাসে ক্লাসের মূল্যায়ন পরীক্ষায় যারা প্রথম হবে, তাদেরও প্রতিমাসে পুরস্কৃত করা হবে। আগস্ট মাস থেকে এই উদ্যোগ চালু হয়েছে। শনিবার পরীক্ষায় প্রতি ক্লাসে সেরা নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। আগস্ট মাসে সেরা উপস্থিতির বিচারেও কৃতী ছাত্রছাত্রীদের হাতে এদিন পুরস্কার তুলে দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা।

    রামভোলা জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজি রাউত বলেন, আমাদের স্কুলে ৩০০-র বেশি পড়ুয়া রয়েছে। তাদের স্কুলে আসার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    কোচবিহারের এই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় ৩৫০ ছাত্রছাত্রী আছে। প্রধান শিক্ষক সহ স্কুলে শিক্ষক-শিক্ষিকা আছেন দশজন। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)