• টোটো নিয়ন্ত্রণের দাবিতে অনড় সিটি অটো, ম্যাক্সি ক্যাবচালকরা
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে সিটি অটো ও ম্যাক্সিক্যাব চালকদের ধর্মঘট শনিবার দ্বিতীয় দিনে পড়ল। এদিনও শহরের কোথাও সিটি অটো ও ম্যাক্সিক্যাব চলেনি। এনজেপি, সুকনা, বাগডোগরা, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কোথাও গাড়ি চলছে না গত দু’দিন ধরে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগাতে শহরের সর্বত্র ও জাতীয় সড়কে টোটোর দৌরাত্ম্য বেড়েছে। বহু নম্বরহীন টোটোও চলছে অবাধে। টোটোচালকরা অনেক বেশি ভাড়া নিচ্ছেন। কোথাও পুলিসের নজরদারি নেই। 

    এদিন চালকরা শহরের প্রধান রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ করার দাবিতে সুর চড়িয়েছেন। তাঁদের বক্তব্য, প্রতিশ্রুতি মতো শিলিগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণ করা হয়নি। প্রধান প্রধান রাস্তায় টোটো চলাচল বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই মতো কাজ হয়নি। শহরের প্রধান রাস্তা সহ জাতীয় সড়ক দিয়েও চলছে বৈধ ও অবৈধ, দু’ধরনের টোটো। এতে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সিটি অটো ও ম্যাক্সক্যাব চালক ও মালিকদের উপার্জন তলানিতে ঠেকেছে। এদিন মাল্লাগুড়িতে অবস্থান মঞ্চ থেকে সিটি অটো ও ম্যাক্সি ক্যাবচালকরা টোটো নিয়ন্ত্রণের জোরালো দাবি জানিয়েছেন। গৌরব শর্মাকে ফের শিলিগুড়ি পুলিস কমিশনার করার দাবিও তুলেছেন চালকরা। 

    মেয়র গৌতম দেব বলেন, যাঁরা ধর্মঘট করছেন তাঁরা আমার সঙ্গে আলোচনায় আসেনি। আলোচনায় বসলে সমস্যার সমাধান হতো। 

    সিটি অটো ও ম্যাক্সিক্যাব ওনার্স অপারেটর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি উজ্জ্বলকান্তি ঘোষ বলেন, গত দু’বছর ধরে আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে মৌখিক ও লিখিতভাবে দাবিগুলি জানিয়ে এসেছি। পুলিস, মোটরযান বিভাগ সহ সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিকদের নিয়ে মেয়র শিলিগুড়ি পুরসভায় বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, শহরের প্রধান রাস্তাগুলিতে টোটো চলবে না। অবৈধ টোটো পুরোপুরি নিষিদ্ধ করা হবে। তার পরেও যদি মেয়র আলোচনায় যাওয়ার কথা বলেন সেটা দুঃখজনক। প্রতিশ্রুতি মতো টোটো নিয়ন্ত্রণ করা হলে এই আন্দোলনে যেতে হতো না। 

    এপ্রসঙ্গে মেয়র বলেন, টোটো চলাচল নিয়ন্ত্রণের পদক্ষেপ জারি রয়েছে। রুটবিন্যাস করে কিউআর কোড দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ টোটোর বিরুদ্ধে পুলিস অভিযান করছে। সিটি অটো ও ম্যাক্সিক্যাব মালিক ও চালকরা যে দাবিতে আন্দোলনে নেমেছেন, সেই বিষয়টি দেখার জন্য আমি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপিকে (ট্রাফিক) বলব। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)