• বাঁকুড়ায় চতুর্থ তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব, প্রতিনিধি, বাঁকুড়া: রাজ্য সরকারের বস্ত্রশিল্প অধিকার, ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রদপ্তরের উদ্যোগে বাঁকুড়ায় চতুর্থ তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ১০ দিনের ওই মেলার আয়োজন করা হয়েছে। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ বিশিষ্টরা আগেই মেলা ঘুরে গিয়েছেন।

    বাঁকুড়া হস্ততাঁত উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস বক্সি বলেন, তাঁতশিল্পীদের উৎপাদিত শাড়ি সহ অন্যান্য সামগ্রী বিপণনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় এই মেলার আয়োজন করা হচ্ছে। ৩১ আগস্ট থেকে মেলা শুরু হয়েছে। মেলায় মোট ৫০টি স্টল রয়েছে। সেখানে বাঁকুড়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর জেলার শতাধিক তাঁতশিল্পী তাঁদের সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। সমবায়ের মাধ্যমেও অনেকে তাঁতের সম্ভার নিয়ে মেলায় অংশ নিয়েছেন। ৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।  বাঁকুড়ার শিল্পী রেশমি চট্টোপাধ্যায় বলেন, মেলায় আমাদের স্টল রয়েছে। এবারই প্রথম মেলায় অংশগ্রহণ করেছি। ভালো বেচাকেনা হচ্ছে। বাংলার মা-বোনেদের উৎপাদিত সামগ্রী বিক্রির ব্যবস্থা  মুখমন্ত্রী করে দিয়েছেন। এরফলে হস্তচালিত তাঁতশিল্পীরা আবার ঘুরে দাঁড়াবেন। দেশীয় তাঁতশিল্পের বাজারও চাঙ্গা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)