• কাল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার শুরু
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থী মোবাইল সহ ধরা পড়লে তার বাকি পরীক্ষাও বাতিল করা হবে। এমনকী, প্রতি ২০জন পরীক্ষার্থী পিছু একজন করে পরীক্ষক থাকবেন। এবার নতুন নিয়মে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। কাল, সোমবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসছে নদীয়া জেলার ৩৮হাজার ৮৭৭জন পরীক্ষার্থী। মোট ১৫৯টি কেন্দ্রে পরীক্ষা হবে। আগামী সোমবার থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে। ৪০নম্বরের পরীক্ষা দিতে অন্য স্কুলে যেতে হবে পরীক্ষার্থীদের। শনিবার নদীয়া জেলাজুড়ে বিভিন্ন স্কুলের বেঞ্চে পরীক্ষার্থীদের রোল নম্বর সাঁটানো হয়েছে। স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলির দিকে বিশেষ নজর রয়েছে। ইতিমধ্যেই স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এই পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। ওএমআর শিটে পরীক্ষা হবে, তাই পরীক্ষার্থীরা যাতে কোনও ভুল না করে সেদিকেও বিশেষ নজর রাখবেন শিক্ষকরা। 

    নদীয়া জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার জন্য মূল ভেনু রয়েছে ৩৬টি, অতিরিক্ত ভেনু রয়েছে ১০৫টি এবং স্পর্শকাতর ভেনু ১৮টি। তিনটি ট্রেজারি ও ১৮টি থানায় এই প্রশ্নপত্র রাখা হবে। জেলার মোট ১৮হাজার ৩৮১জন ছাত্র এবং ২০হাজার ৪৯৬ জন ছাত্রী তৃতীয় সেমেস্টারের পরীক্ষা দেবে।পরীক্ষার দিন সকাল সাড়ে ৭টা নাগাদ সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি দু’জন পুলিস সহ ‘কাস্টডিয়ান সেন্টার’ থেকে প্রশ্নপত্র এবং ওএমআর শিট সংগ্রহ করবেন। সকাল ৯টার মধ্যে ভেনু সুপারভাইজারের হাতে সেই ওএমআর শিট পৌঁছে দিতে হবে। কাউন্সিলের নির্দেশমতো পরীক্ষা শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিটি ধাপ কড়া নজরদারির আওতায় রাখা হবে।

    নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষকরা পরীক্ষার দায়িত্বে থাকবেন। শিক্ষকের সঙ্কট দেখা দিলে জুনিয়র হাইস্কুলের স্থায়ী শিক্ষক এবং প্রয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককেও দায়িত্বে ডাকা যেতে পারে। পরীক্ষা শুরুর অন্তত ১৫মিনিট আগে পরীক্ষার্থীদের নির্দিষ্ট আসনে বসতে হবে। সকাল ৯টা ৫৫মিনিটে পরীক্ষার্থীদের উপস্থিতিতে এবং অন্তত দু’জন পরীক্ষার্থীর স্বাক্ষরের মাধ্যমে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। সকাল ১০টায় প্রশ্নপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে। ওএমআর শিট পূরণের সময় কোনও পরীক্ষার্থী ভুল করলে তা পরিবর্তন করা যাবে। কিন্তু বহু পরীক্ষার্থী ভুল করলে তা সম্ভব নয় বলে জানানো হয়েছে।  পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী বৈদুতিন সামগ্রী সহ ধরা পড়লে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বৈদ্যুতিন সামগ্রী সহ ধরা পড়লে পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা ও এনরোলমেন্ট বাতিল করা হবে। সে পরবর্তী কোনও পরীক্ষায় অংশ নিতে পারবে না। নদীয়া জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম কনভেনর দিলীপ সিংহ বলেন, এবছর নতুন নিয়মে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে।‌ ওএমআর শিটের মাধ্যমে করা হচ্ছে। তারজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)