• আজ জেলার তেত্রিশ কেন্দ্রে এসএসসির নিয়োগ পরীক্ষা
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বহু বিতর্কের পর আজ, রবিবার এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে। নবম ও দশম শ্রেণির শিক্ষক পদে চাকরির জন্য নদীয়া জেলায় পরীক্ষায় বসছেন ২০ হাজারের বেশি পরীক্ষার্থী। এবারের নিয়োগের পরীক্ষাকে কেন্দ্র করে জেলাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট ৩৩টি কেন্দ্রে আজ পরীক্ষা হবে। পুলিস ও প্রশাসন তৎপর রয়েছে। দাগি চাকরি প্রার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

    জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে আজ, রবিবার পরীক্ষায় বসছেন ২০ হাজার ৬৪৭ জন। নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা জেলার ৩৩টি কেন্দ্রে হবে। এর মধ্যে রানাঘাট মহকুমায় সাতটি, কল্যাণী মহকুমায় পাঁচটি কেন্দ্র রয়েছে। কল্যাণী মহকুমার চাকদহ কলেজে ১০০৩ জন, চকদহ পূর্বাচলে ৫১২ জন, কল্যাণী গভর্নমেন্ট কলেজে ১০০০, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ৯০৫ এবং হরিণঘাটা কলেজে ৪৪৬ জন পরীক্ষা দেবন। রানাঘাট মহকুমার সাতটি কেন্দ্রে সবমিলিয়ে পরীক্ষা দিচ্ছেন পাঁচ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী। এরমধ্যে রানাঘাট, শান্তিপুরের মতো কলেজগুলি রয়েছে।

    শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে সমস্ত কেন্দ্রে। ১১টা ৪৫ মিনিটে একটি সিল প্যাকেট পাবেন পরীক্ষার্থীরা। তাতে প্রশ্ন পুস্তিকা ও ওএমআর শিট থাকবে। ১৫ মিনিট সময় থাকবে নিজেদের রোল নম্বর ও অন্যান্য তথ্যপূরণের জন্য। ঘড়ি ধরে ঠিক ১২টার সময় শুরু হবে পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশনের তরফে কড়া সুরক্ষা বলয় রাখা হচ্ছে। প্রশ্নপত্রেও থাকছে বিশেষ সিকিউরিটি ফিচার। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে ফাঁস করলে কোথা থেকে কার প্রশ্ন ফাঁস হয়েছে, তা সহজেই জানতে পারবে কমিশন। প্রতিটি পরীক্ষাকেন্দ্র মোতায়ন হচ্ছে একজন পর্যবেক্ষক। অ্যাডমিট কার্ডে থাকছে কিউআর কোড। 

    ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। ওইদিন নদীয়া জেলার ২৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দেবেন মোট ১৫ হাজার ৮৭৭ জন।
  • Link to this news (বর্তমান)