• হুগলিতে ডেঙ্গু সচেতনতায় স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হুগলি জেলার বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। তাতেই উদ্বেগে প্রশাসনিক মহল। তাই এবার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছে হুগলি জেলা প্রশাসন। এখন থেকে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে শিক্ষকরা পড়ুয়াদের সচেতন করবেন। চলবে বাড়ি, বাড়ি অভিযান। অন্যদিকে, স্বাস্থ্য দপ্তরের উদ্যোগেও নানা কর্মসূচি হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি, অধিকাংশ আক্রান্ত বাইরে থেকে জেলায় ঢুকেছেন। তবে তাঁদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রত্যেকেরই স্বাস্থ্যের উপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। আরামবাগের বিএমওএইচ  অনুপম বিশ্বাস বলেন,  আরামবাগ ব্লক এলাকায় ডেঙ্গু আক্রান্তদের সিংহভাগই ভিনরাজ্য থেকে এসেছেন। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। যাতে কোথাও জল জমে না থাকে সেদিকে নজর রাখা প্রয়োজন বাসিন্দাদের। আমরাও এই বিষয়ে তাঁদের জানাচ্ছি।

    প্রশাসনের এক আধিকারিক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে জেলাজুড়েই নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। এলাকায় সাফাইয়ের কাজও হচ্ছে নিয়মিত। এর মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে পড়ুয়াদের সচেতন করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়াচ্ছে। সাম্প্রতিককালে জেলায় ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হন। চলতি মরশুমে আরামবাগ মহকুমার ব্লকগুলিতেও ডেঙ্গু আক্রান্তের হদিস পেয়েছে স্বাস্থ্য দপ্তর। তার মধ্যে আরামবাগ, গোঘাট ১, খানাকুল ১ ও খানাকুল ২ ব্লকে একজন করে ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে।  গোঘাট-১এর বিডিও সম্রাট বাগচী বলেন, এখনও পর্যন্ত এই ব্লকে চারজনের ডেঙ্গু ধরা পড়েছে। তার মধ্যে তিনজনই বাইরে থেকে এসেছেন। একজনের স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে। প্রত্যেক মঙ্গলবার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পড়ুয়াদের নিয়ে সচেতনতা মূলক র‌্যালি করা হচ্ছে। এছাড়া পঞ্চায়েত সদস্য, শিক্ষকদের মাধ্যমেও সচেতনতা গড়ে তোলার কাজ চলছে।  আরামবাগ পুরসভার এক স্বাস্থ্যকর্মীর কথায়, সাম্প্রতিক কালে আরামবাগ শহরে ডেঙ্গু আক্রান্তের হদিশ মেলেনি। চলতি বছরে ভিনরাজ্য থেকে আসা তিন জনের রক্তে ডেঙ্গুর নমুনা পাওয়া যায়। তবু নিয়মিত ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। হচ্ছে। জল জমার সম্ভাবনাময় জায়গাগুলি চিহ্নিত করে তা নষ্টও করছেন কর্মীরা।  গোঘাটের এক প্রাথমিক স্কুল শিক্ষক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, নিয়মিত স্কুলে পড়ুয়াদের ডেঙ্গু নিয়ে সচেতন করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)