• এই বছরও উচ্চ মাধ্যমিকে মুর্শিদাবাদে ছাত্রী সংখ্যা বেশি
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাত পোহালেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মুর্শিদাবাদ জেলায় মোট ৫৬ হাজার ১৯৭ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দেবেন। এ বছর ছাত্রদের তুলনায় ১১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসবেন। জেলা শিক্ষা ভবন সূত্রে খবর, মোট ৩৩ হাজার ৬৯১ জন ছাত্রী পরীক্ষায় বসবেন। অপরদিকে, ২২ হাজার ৫০৬ জন ছাত্র পরীক্ষা দেবেন। সোমবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১ ঘণ্টা ১৫ মিনিট। মুর্শিদাবাদ জেলার ডিআই (সেকেন্ডারি) জয়ন্ত হালদার বলেন, ১২৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। ৭৫টি মেন ভেন্যু এবং ৫২টি সাব ভেন্যুতে পরীক্ষা হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৬ হাজারের একটু বেশি। এবছরও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। সোমবার থেকে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে। পর্ষদ সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের মার্কশিটে তৃতীয় সেমেস্টার এবং চতুর্থ সেমেস্টার উভয়ের নম্বর উল্লেখ থাকবে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য স্পর্শকাতর কেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় মোট ২৪টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র। প্রতিটি স্পর্শকাতর কেন্দ্রে সিসিটিভি ক্যামেরায়  নজরদারি ও বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। এবছর থেকেই সেমেস্টার পদ্ধতিতে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারের নম্বরের যোগফল হিসেব কষেই উচ্চ মাধ্যমিকের ফল বিবেচনা করা হবে। এবছর তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ ৩১ অক্টোবরের মধ্যে বের হবে বলে আশা করা যায়। পরীক্ষার সময় নির্দিষ্ট কেন্দ্রগুলি ব্যবহার হলেও অন্যান্য দিনগুলিতে স্বাভাবিক ক্লাস চালিয়ে যেতে হবে স্কুলগুলিকে। পরীক্ষার দিনে শুধু নির্দিষ্ট কক্ষেই পরীক্ষা হবে। বাকি শ্রেণিগুলির জন্য অন্য কক্ষ ব্যবহার করে ক্লাস নিতে হবে বলে নির্দেশ দিয়েছে পর্ষদ। শিক্ষা দপ্তর জানিয়েছে, দীর্ঘদিন ধরে পরীক্ষার কারণে পাঠদানে ব্যাঘাত ঘটছে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে। তাই চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি নিয়মিত ক্লাস চালু থাকবে। তবে সেক্ষেত্রে পরীক্ষা নিরাপত্তায় ব্যাঘাত ঘটতে পারে হলেও আশঙ্কা করা হচ্ছে।  
  • Link to this news (বর্তমান)