• বাঁকুড়া পুরুলিয়া ও আরামবাগে এসএসসির পরীক্ষায় ৩১ হাজার ৫৬৯ জন বসবেন আজ
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। মোট ৩১ হাজার ৫৬৯ জন পরীক্ষায় বসবেন। এদিন নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্রের সামনে ১৬৩ ধারা জারি করা হয়েছে। আরামবাগে রামকৃষ্ণ সেতুতে কাটা সার্ভিস চলার জেরে পরীক্ষার্থীদের অনেকে ভোগান্তিতে পড়ার আশঙ্কাও করছেন। 

    বাঁকুড়া জেলায় মোট ৩৩টি পরীক্ষা কেন্দ্রে ১৪ হাজার ৪৩৩ জন পরীক্ষায় বসবেন। বাঁকুড়া শহরের পাশাপাশি বিষ্ণুপুর, খাতড়া ও সোনামুখীতে পরীক্ষা কেন্দ্র রয়েছে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, জেলার সব পরীক্ষা কেন্দ্রে পুলিস মোতায়েন করা হবে। ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা দায়িত্বে থাকবেন। পুলিসের ভ্যান এসকর্ট করে প্রশ্ন ও উত্তরপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিস ওইসব ক্যামেরার ফুটেজে নজরদারি চালাবে। অ্যাডমিট কার্ড ও কলম ছাড়া পরীক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীদের আর কিছু নিয়ে ঢুকতে দেওয়া হবে না। পুরুলিয়ায় জেলাতেও ১২ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবেন। তার জন্য জেলাজুড়ে ২৭টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। সেখানেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছে প্রশাসন।  আরামবাগ মহকুমা এলাকায় সাতটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। তারমধ্যে আরামবাগ থানা এলাকায় পাঁচটি ও গোঘাটে দু’টি কেন্দ্র হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলিতে ৪ হাজার ৮২২ জন পরীক্ষায় বসবেন। দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র এসকর্ট করে নিয়ে যাবে পুলিস। প্রত্যেকটি কেন্দ্রে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিস কর্মী। এমনকী, মহিলা পুলিস কর্মীও থাকবে।  আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছতে পারেন সেইজন্য স্পেশাল ট্রাফিকের ব্যবস্থা থাকবে। যানজট যাতে না হয় সেইদিকে নজর দেওয়া হবে। তারসঙ্গে নিরাপত্তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  উল্লেখ্য, দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ড ওয়ালের একাংশ ভেঙে পড়ায় সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এই সেতুতে টোটো চলাচল করতে দেওয়া হচ্ছে। বাসগুলি কাটা সার্ভিস চলছে। বর্তমানে আরামবাগের কালীপুরের অস্থায়ী বাসস্ট্যান্ড  তৈরি হয়েছে। বাঁকুড়া, মেদিনীপুরগামী বাসগুলি সেখান থেকেই ছাড়ছে। আর তারকেশ্বর, বর্ধমানগামী বাসগুলি আরামবাগ বাসস্ট্যান্ড থেকেই যাতায়াত করছে। অনেকে উচালন, একলক্ষ্মী হয়ে ঘুরপথেও যাতায়াত করছে। তাই আজ, পরীক্ষার্থীদের একাংশকে কেন্দ্রে পৌঁছতে ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, পুরসভা পরিচালিত বিনামূল্যে টোটো পরিষেবা চলছে। হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মোস্তফা বলেন, প্রশাসনের নির্দেশমতো পরীক্ষার দিন সব রুতেই বাস চালচল স্বাভাবিক থাকবে। তবে সেতুর বিপর্যয়ের জন্য ভোগান্তির আশঙ্কা রয়েছে।
  • Link to this news (বর্তমান)