• বৈধ ভোটারের নাম বাদ দিলে মেনে নেব না, হুঙ্কার চন্দ্রিমার
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সংবাদদাতা, কাঁথি: এসআইআরের মাধ্যমে বৈধ ভোটারকে অবৈধ ছাপ দিয়ে চালিয়ে দিলে আমরা মানব না। এর বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন হবে। শনিবার তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের ডাকে পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল সদনের সভায় এমনটাই জানালেন সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরও বলেন, ২০০৩ সালে সারা দেশে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(এসআইআর) হয়েছিল। তখনকার এসআইআরের সঙ্গে এখনকার এসআইআরের অনেক তফাৎ। এখন ভোটমুখী রাজ্যে এসআইআর করা হচ্ছে। বিহারে এসআইআর করে ৬০লক্ষ নাম বাদ দিয়েছে। তারপরও ১লক্ষ ৮৭হাজার নাম ভোটার তালিকায় দু’জায়গায় থেকে গিয়েছে। এমনটা হল কী করে? কুকুর, বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানিয়ে দেওয়া হয়েছে। এরকম এসআইআরের বিরুদ্ধে আমাদের আওয়াজ তীব্র হবে। এদিনের সভায় চন্দ্রিমা ছাড়াও বিধায়ক সৌমেন মহাপাত্র, পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দ মিশ্র, বিধায়ক তাপসী মণ্ডল ও সংগঠনের জেলা সভানেত্রী শিবানী দেকুণ্ডু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    এদিন কাঁথিতে মহিলা তৃণমূলের এক কর্মিসভায় অংশ নেন চন্দ্রিমা। মহিলাদের সঙ্ঘবদ্ধ হয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে তিনি লড়াইয়ে নামার নির্দেশ দেন। চন্দ্রিমা বলেন, এখন বাংলা বললেই নাকি বাংলাদেশি? বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে অত্যাচারিত হতে হচ্ছে। সংবিধানের মূল কাঠামোকে নষ্ট করতে চাইছে কেন্দ্রের সরকার। মেয়েরা জোরালো প্রতিবাদ করুন। জিএসটি ইস্যুতে মন্ত্রী বলেন, এক বছর আগে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারজন্যই তা কমানো হল। অন্যান্যদের মধ্যে কর্মিসভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শতরূপা পয়ড়্যা সহ মহিলা নেত্রীরা।
  • Link to this news (বর্তমান)