• শ্রমশ্রীতে নাম তুললেন ভিনরাজ্যে হেনস্তার শিকার পরিযায়ী শ্রমিকরা
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: ওড়িশায় পাথর বসানোর কাজ করতেন পাঁশকুড়ার আমির মল্লিক। কেরলে রাজমিস্ত্রির কাজ করে দিন গুজরান করতেন শেখ আজিজুল। রাজস্থানে মার্বেল বসানোর কাজ করে পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দিতেন শেখ সিরাজ। বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর ভিনরাজ্যে বাংলাভাষি আমির, আজিজুল ও সিরাজদের উপর হেনস্তা শুরু হয়। বাধ্য হয়ে তাঁরা বাড়ি ফিরে এসেছেন। শনিবার পাঁশকুড়া পুরসভার ১২নম্বর ওয়ার্ডে প্রতাপপুর প্রাইমারি স্কুলে(ইউনিট-২) আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে হেনস্তার শিকার ওই পরিযায়ী শ্রমিকরা লাইন দিয়ে শ্রমশ্রী প্রকল্পে নাম তুললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন প্রকল্পে আস্থা রেখে তাঁরা ক্যাম্পে গিয়ে নাম লেখান। শনিবার পাঁশকুড়া শহরের ১২নম্বর ওয়ার্ডে ওই ক্যাম্পে বিপুল মানুষের জমায়েত হয়। একেবারে মেলার মতো ছবি। একদিকে, দুয়ারে সরকার ক্যাম্পে নানা সরকারি পরিষেবা গ্রহণের জন্য আবেদন নেওয়া হয়। আরেকদিকে, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে স্থানীয় সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা নথিভুক্ত হয়। নিকাশি, রাস্তা, জল ও আলো নিয়ে বেশকিছু প্রকল্প জমা পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকার সমস্যা তুলে ধরতে পেরে খুশি। ক্যাম্পে পাঁশকুড়া পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র, মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, এগজিকিউটিভ অফিসার দীপক মণ্ডল ও ফিনান্স অফিসার অমিত মাইতি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ক্যাম্পে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নন্দবাবু বলেন, ২৯৮, ২৯৯ ও ৩০০ক্যাম্পে মোট ৬০টি প্রকল্প জমা পড়েছে। রাস্তা, নিকাশির মতো কিছু পরিকল্পনা জমা পড়েছে। • পাঁশকুড়ার ১২ নম্বর ওয়ার্ডে  আমাদের পাড়া কর্মসূচিতে মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার ও পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)