পানিহাটির নির্মীয়মাণ বহুতল থেকে খসে পড়ল ইটের গাঁথনি, আহত ২
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে পানিহাটির ১১ নম্বর ওয়ার্ডের লাহাবাগানে নির্মীয়মাণ এক বহুতল আবাসনে ইটের গাঁথনি ভেঙে পড়ে। তাতে পথচলতি দুই ব্যক্তি আহত হন। ঘটনার জেরে এলাকার বাসিন্দারা তীব্র ক্ষোভ জানান।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লাহাবাগানে ওই আবাসনটির কাজ চলছে। কিন্তু উপযুক্ত অনুমতি এবং সুরক্ষাবিধি ছাড়াই চলছে নির্মাণ। মাঝেমধ্যেই ওই আবাসন থেকে খসে খসে পড়ছে ইট, পাথরের চাঁই। শনিবার সকালে ঘটে গেল বিপত্তি। ইটের গাঁথনি ভেঙে পড়ায় দুই পথচারী পায়ে চোট পান। তাঁদের উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পরই ওই আবাসন কর্তৃপক্ষ এবং নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে সোচ্চার হন এলাকাবাসী। এলাকার মহিলারাও তীব্র ক্ষোভ জানান। খবর পেয়ে খড়দহ থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আবাসনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, যতটা অনুমোদন ছিল, তার থেকে বেশি উঁচু করে তৈরি করা হচ্ছে এই আবাসন। স্থানীয় বাসিন্দারা প্রোমোটারকে ঘটনাস্থলে আসার দাবি জানান। কিন্তু তিনি হাজির না হওয়ায় বাসিন্দাদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়।
পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ওই ওয়ার্ডের কাউন্সিলার তারক গুহ একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলবন্দি। এর আগে ওই এলাকায় জলাশয় বুজিয়ে বহুতল তৈরির অভিযোগ উঠেছিল। এবার বহুতলের গাঁথনি ভেঙে পড়ায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হল।