সংবাদদাতা, কাকদ্বীপ: ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে চাঞ্চল্য ছড়াল সাগর বিধানসভা কেন্দ্রে। জানা গিয়েছে, রামকরচর গ্রাম পঞ্চায়েতের খানসাহেব আবাদের ৬০ নম্বর বুথে প্রায় ৩০ জন মৃত ভোটারের নাম এখনও তালিকায় রয়েছে। এমনকী অতীতে সাগরের বাসিন্দা ছিলেন, বর্তমানে ভিন রাজ্যে বসবাস করেন—এমন বেশ কয়েকজন ভোটারের নামও তালিকায় রয়েছে বলে বিরোধীদের অভিযোগ। মৃত ভোটারদের পরিবারের সদস্যরাও স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানানোর পরেও নাম বাদ দেওয়া হয়নি।
তালিকায় নাম থাকা এক মৃত ভোটারের পরিবারের সদস্য হরেকৃষ্ণ রানা বলেন, ‘গত লোকসভা নির্বাচনে এই বুথে প্রায় ৪০ জন ভূতুড়ে ভোটারের নাম ছিল। এখন দেখা যাচ্ছে, প্রায় ৩০ জনের নাম রয়েছে। আমার প্রয়াত দাদা অচিন্ত্য রানার নামও তালিকায় রয়েছে। এক বছরেরও আগে তিনি মারা গিয়েছেন। বিষয়টি নিয়ে বিএলও-কে জানানো হয়েছে। এমনকী রাজ্যপালকে পর্যন্ত লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে ভোটার তালিকার কোনও পরিবর্তন হয়নি।’ শাওন মণ্ডল নামে আরেক বাসিন্দা বলেন, ‘প্রায় ২ বছর হয়ে গেল, বাবা মারা গিয়েছেন। রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে। কিন্তু ভোটার তালিকা থেকে এখনও তাঁর নাম বাদ দেওয়া হয়নি।’ সাগরের জেলা পরিষদ সদস্য সন্দীপকুমার পাত্র বলেন, ‘এখন ভোটার তালিকার সব কাজকর্ম অনলাইনে হয়। তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দিতে গেলে অনলাইনে মৃত্যুর শংসাপত্র আপলোড করতে হবে। এক্ষেত্রে হয়তো কিছু সমস্যা রয়েছে। বিরোধীরা অপপ্রচার করছে।’ কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মন্ডল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। যদি এমন হয়ে থাকে, তাহলে নিশ্চিত সংশোধন