• দমদম-বারাকপুরের নেতাদের নিয়ে কাল বৈঠক অভিষেকের
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে এক-একটি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল, সোমবার দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার বিধায়ক ও দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সাংগঠনিক স্তরে ত্রুটি বা গাফিলতিগুলি অভিষেকের সামনে তুলে ধরা হবে বলে সূত্রের খবর। এই সাংগঠনিক জেলার ১৪ জন বিধায়কের মধ্যে একমাত্র ভাটপাড়া কেন্দ্রটি রয়েছে বিজেপির দখলে। বাকি ১৩ জন তৃণমূল বিধায়ক, জেলা তৃণমূলের সভাপতি, যুব ও মহিলা সভাপতিকে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকে ডাকা হয়েছে। দলের অভ্যন্তরে এই সাংগঠনিক জেলার বুথভিত্তিক যে পর্যালোচনা হয়েছে, তার রিপোর্ট নিয়েই কোথায় দুর্বলতা এবং কী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, তা ঠিক হবে। সূত্রের খবর, 

    পাশাপাশি, দলের টাউন ও ব্লক স্তরে সাংগঠনিক রদবদল প্রসঙ্গে আলোচনা হতে পারে বলে খবর। ইতিমধ্যে এই সাংগঠনিক জেলায় বাংলাভাষীদের উপর আক্রমণ ইস্যুতে মিছিল-মিটিং শুরু হয়েছে। রোজ সন্ধ্যায় হচ্ছে সভা। শুক্রবার সন্ধ্যায় বারাকপুর স্টেশনের সামনে এমনই এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী প্রমুখ। সব মিলিয়ে সোমবারের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন দমদম-বারাকপুরের তৃণমূল নেতা-কর্মীরা। 
  • Link to this news (বর্তমান)