• ফের শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই, সন্দেশখালিতে চাঞ্চল্য
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সন্দেশখালিতে ফের তদন্তে যায় সিবিআই। এদিন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি সহ বেশ কয়েকজনের বাড়িতে যান তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সিবিআইয়ের চার সদস্যের দল। রেশন দুর্নীতির মামলার তদন্ত করতে ২০২৪ সালে ৫ জানুয়ারি সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। অভিযোগ, তখন শাহজাহানের অনুগামীরা ইডির উপর হামলা চালান। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। ঘটনায় শেখ শাহজাহান সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা।

    মামলার আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করতে শনিবার আকুঞ্জিপাড়ায় আসেন সিবিআইয়ের আধিকারিকরা। প্রথমে শেখ শাহাজাহান ঘনিষ্ঠ বেবি মীর, হাসানুর মীরের বাড়ি যান তাঁরা। ওই দু’জন বাড়িতে না থাকায় সিবিআইয়ের অফিসাররা শেখ শাহজাহানের বাড়িতে যান। তবে ওই বাড়ির প্রধান গেটে তালা দেওয়া থাকায় কারও সঙ্গে কথা বলতে পারেননি তাঁরা।

    এরপর শাহজাহানের মেয়ে আজমিরা বিবির বাড়ি যায় সিবিআই। প্রধান গেটে তালা দেওয়া থাকায় সিবিআইয়ের আধিকারিকরা বাইরে থেকে ডাকাডাকি করেন ও কলিং বেল বাজান। কিন্তু পরিবারের সদস্যরা বের হননি। এরপর শাহজাহান ঘনিষ্ঠ তসলিমা বিবির বাড়ি যান তদন্তকারীরা। সেখানে গিয়ে তসলিমার সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন তাঁরা। ল্যাপটপে থাকা বেশ কিছু ছবি শনাক্তকরণে জন্য তসলিমা বিবিকে দেখান তাঁরা। তসলিমা বিবি ছাড়াও আরও বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে সিবিআই।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)