‘তোলা’ না দেওয়ায় বৃদ্ধকে বাঁশ দিয়ে মারধর তৃণমূলের নেতার, উত্তেজনা
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমি বিক্রির টাকা থেকে ‘তোলা’ দেননি বৃদ্ধ। সেই ‘অপরাধে’ ওই বৃদ্ধকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। দত্তপুকুর থানার কদম্বগাছির ঘটনা। আক্রান্ত বৃদ্ধ সুজিত রায় এনিয়ে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নেতার পুত্র। তাঁর দাবি, পঞ্চায়েত প্রধানের মদতে তাঁকে ফাঁসানো হচ্ছে। ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাও উঠছে।
বারাসত ১ ব্লকের দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতের হেমন্ত বসু কলোনির বাসিন্দা সুজিত রায় সম্প্রতি একটি জমি বিক্রি করেন। অভিযোগ, বিষয়টি জানার পরেই জমি বিক্রির টাকা থেকে ৪০ হাজার দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল। স্বদেশের বাবা কদম্বগাছি পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। এখন তিনি পঞ্চায়েত সদস্য। কিন্তু স্বদেশকে টাকা দিতে অস্বীকার করেন সুজিত। এ নিয়ে দু’পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল।
এর মধ্যে শনিবার রাতে কদম্বগাছি স্টেশনের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন সুজিতবাবু। তখনই স্বদেশ লোকজন নিয়ে তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। স্থানীয় বাসিন্দারা বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। পরে আক্রান্ত বৃদ্ধ কদম্বগাছি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
এনিয়ে তিনি বলেন, জমি বিক্রির টাকা থেকে ৪০ হাজার না দেওয়ায় আমাকে মারধর করেন স্বদেশ মণ্ডল ও তাঁর লোকজন। আমি ওঁর উপযুক্ত শাস্তি চাই। এদিকে অভিযোগ উড়িয়ে স্বদেশ মণ্ডল বলেন, অভিযোগ ভিত্তিহীন। আসলে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর মদতে আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। পাল্টা কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল বলেন, তোলাবাজির টাকা না দেওয়ায় মারধর করলে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিস। দলের নাম ভাঙিয়ে যদি কিছু করে থাকেন, তাহলে আমি বিষয়টি উচ্চতর নেতৃত্বকে জানাব। নিজস্ব চিত্র