উচ্চ মাধ্যমিকের প্রশ্ন রাত পর্যন্ত পৌঁছল না বেশ কিছু জেলায়
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার থেকে শুরু পরীক্ষা। কিন্তু বিভিন্ন জটিলতায় শনিবার রাত পর্যন্ত উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবং ওএমআর শিট পৌঁছয়নি কলকাতা রিজিওনাল অফিসের অন্তর্গত জেলাগুলির থানায়। অথচ অন্যবার পাঁচদিন আগেই প্রশ্নপত্র পৌঁছে যায় গন্তব্যে। এই ঘটনায় উদ্বিগ্ন সেন্টার সেক্রেটারি ও ভেন্যু ইনচার্জরা। কারণ, প্রশ্নপত্র এবং ওএমআর আসার পর সেগুলি ‘সর্টিং’ বা বাছাইয়ের প্রক্রিয়া থাকে। সংখ্যায় কম রয়েছে কি না, বা অন্য কোনও অসঙ্গতি আছে কি না, তা আগাম দেখে নেওয়া জরুরি।
এবারই প্রথম নয়া পদ্ধতিতে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হচ্ছে। স্বভাবতই পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষকরা বাড়তি চাপে রয়েছেন। যেসব স্কুলে আজ, রবিবার এসএসসির সিট পড়েছে, সেখানকার প্রধান শিক্ষকরাও চিন্তায়। কারণ, প্রশ্নপত্র এসে গেলেও দুপুরের আগে তাঁরা এনিয়ে মাথা ঘামাতেই পারবেন না। জানা গিয়েছে, কলকাতা রিজিয়নের অন্তর্গত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার বিভিন্ন থানায় প্রশ্ন পৌঁছয়নি শনিবার রাত পর্যন্ত। তবে সংসদ সূত্রে খবর, কেন্দ্রভিত্তিক আলাদা প্যাকেজিং হচ্ছে বলে জটিলতা খুব একটা নেই। গাড়ি সংক্রান্ত সমস্যার কারণেই এই বিলম্ব।