কঠোর সুরক্ষা কবচে আজ এসএসসি, প্রশ্নপত্র স্ক্যান করলেই চিহ্নিত হয়ে যাবে অভিযুক্ত, পরীক্ষার্থী ৩ লক্ষ ১৯ হাজার
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কড়া সুরক্ষা ব্যবস্থার সঙ্গে আজ, রবিবার মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজিত হতে চলেছে। আয়োজক সংস্থা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ৬৩৬টি কেন্দ্রে প্রায় ৩ লক্ষ ১৯ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় বসছেন। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা রাখা গাড়িতে প্রশ্নপত্রের পরিবহণ থেকে ফাঁস রুখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। প্রশ্ন এতটাই সুরক্ষিত যে, কেউ ছবি তুলে বাইরে পাঠালে আধঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করে ফেলা সম্ভব হবে। প্রতিটি প্রশ্নপত্রেই রয়েছে স্বতন্ত্র সুরক্ষা বৈশিষ্ট্য। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদাভাবে প্রশ্নপত্র এবং ওএমআর প্যাকেট করা থাকবে।
প্রাথমিক টেট-এর মতো এক্ষেত্রেও প্রশ্নপত্র নিয়ে যাওয়া হবে কম্বিনেশন লক সম্বলিত বিশেষ গাড়িতে। ট্রাঙ্কেও থাকবে এক ব্যবস্থা। প্রশ্নপত্রগুলিতে বিশেষ কিছু প্রযুক্তি থাকছে, যার জেরে ছবি তুলে বাইরে পাঠানো বা ভাইরাল করা ঠেকানো যাবে। যদিও, গোপনীয়তার কারণে এ নিয়ে ভেঙে বলতে চাননি চেয়ারম্যান। পরীক্ষার হলে মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন ডিভাইস তো বটেই, অস্বচ্ছ পেন বা অস্বচ্ছ জলের বোতলও নিয়ে ঢোকা যাবে না। সেই পরিস্থিতে পেনটি বদলে কেন্দ্র থেকেই স্বচ্ছ পেন দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রেই পরীক্ষার্থীর সমসংখ্যক পেন রাখা আছে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন ভেন্যু ইনচার্জ বা এসএসসি’র অবজারভার পর্যায়ের ব্যক্তিরা। তবে, হলের মধ্যে তাঁরাও ফোন নিয়ে ঢুকতে পারবেন না। শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়াতে তল্লাশির জন্য সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে বলা হচ্ছে পরীক্ষার্থীদের। ১১.৪৫ মিনিটে ওএমআর শিট দিয়ে দেওয়া হবে। তখনই নাম, রোল নম্বর লেখা, সই প্রভৃতি সেরে ফেলবেন পরীক্ষার্থীরা। ১২টা থেকে প্রশ্নপত্র বিলি এবং উত্তর লেখার প্রক্রিয়া শুরু হবে। অ্যাডমিট কার্ডেও এবার রয়েছে বারকোড। তা স্ক্যান করে বৈধতা যাচাই করা হবে। তাই সেটি বাধ্যতামূলক। তবে, কারও অ্যাডমিটে যদি ছবি বা সই অস্পষ্ট থাকে, তাহলে? সেক্ষেত্রে পরীক্ষার্থীদের সঙ্গে করে আধার কার্ড এবং সেটির স্ব-প্রত্যয়িত প্রতিলিপি নিয়ে যেতে বলা হয়েছে। তাহলেই পরীক্ষার বসার অনুমতি মিলবে। প্রসঙ্গত, পরীক্ষার পরে ওএমআরের কার্বন কপি এবং প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে দেওয়া হবে পরীক্ষার্থীদের।
শনিবার পরীক্ষা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় নবান্নে। মুখ্যসচিব মনোজ পন্থের ডাকা সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান। এছাড়াও ছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরা। জেলাশাসকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনকে বলা হয়েছে একেবারে রাস্তায় নেমে পরীক্ষা আয়োজনের বিষয়ে তদারকি করতে। কোনও অব্যবস্থা, সমন্বয়ের অভাব যেন না থাকে। পরিবহণ দপ্তর বাড়তি বাস নামাচ্ছে। বেসরকারি বাস মালিকদেরও বলা হয়েছে সাধারণ কাজের দিনের মতোই বাস নামাতে। সব লাইনের মেট্রো চলবে অন্যান্য কাজের দিনের মতো। শহিদ ক্ষুদিরাম স্টেশনেও স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার জন্য অন্যান্য ছুটির দিনের চেয়ে বেশি ট্রেন চালানো হবে।