• সর্বত্র সাইনবোর্ডে উপরেই লিখতে হবে বাংলায় নাম, নির্দেশ পুরসভার
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের দোকান, অফিস, বহুতল মার্কেট কমপ্লেক্স, কমার্শিয়াল বিল্ডিং, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র সাইনবোর্ডে বাংলা রাখতেই হবে। সম্প্রতি কলকাতা পুরসভার সচিবের তরফে এই নির্দেশিকা জারি হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে ‘অনুরোধ’ জানানো হয়েছে।  সার্কুলারে বলে দেওয়া হয়েছে, সাইনবোর্ডে একদম উপরে বাংলা ভাষায় নাম লিখতে হবে। তারপর অন্যান্য ভাষায় প্রয়োজনীয়তা বুঝে কিছু লেখা যেতে পারে। সম্প্রতি, বিভিন্ন সরকারি সাইনবোর্ডে বাংলাভাষা বাধ্যতামূলক করা হয়েছে। পুরসভার মাসিক অধিবেশনেও প্রশ্ন ও প্রস্তাব বাংলায় লেখার অলিখিত নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মেয়র ফিরহাদ হাকিম নিজে এই বিষয়ে শহরবাসীকে অনুরোধ জানিয়েছিলেন। এবার সরকারিভাবে সার্কুলার জারিও করে দিল পুরসভা। তাতে স্পষ্টভাবে বলা রয়েছে, আইন বিভাগের সঙ্গে পরামর্শ করেই এই নির্দেশ। 
  • Link to this news (বর্তমান)