নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৫ সালে সার্ভে পার্ক থানা এলাকায় এক বধূকে ধর্ষণের অপরাধে এক যুবককে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। ওই যুবকের নাম প্রদোষ সুর ওরফে বিক্রম। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। শনিবার আলিপুর জেলা আদালত ওই আদেশ দেয়। বিচারক ওই সাজার সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয়মাসের হাজতবাসের নির্দেশ দেন। সরকারি আইনজীবী নীতা বোস দে জানান, ২০১৫ সালের ৮ এপ্রিল বিকেলে ওই বধূর বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম সারাতে আসেন ও ইলেকট্রিশিয়ান। তখনই ওই যুবক বধূকে ধর্ষণ করে চম্পট দেন। পরে তিনি ১০০ ডায়ালে ফোন করেন। পুলিসে অভিযোগ দায়ের করা হলে গ্রেপ্তার করা হয় যুবককে। বিচার চলাকালে মৃত্যু হয় অসুস্থ ওই বধূর। সেই মামলায় বধূর গোপন জবানবন্দি, মেডিক্যাল ও ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে এদিন সাজা ঘোষণা করল আদালত।