নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। বৃহস্পতিবার বেহালা চৌরাস্তার নতুনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত স্কুলছাত্রীর বয়স ১৪ বছর। কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ছাদ থেকে দুর্ঘটনাবশত পড়ে গিয়েই মৃত্যু হয় কিশোরীর।