• মাদক পাচারকারীর ১২ বছর কারাদণ্ড
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালে সিঁথি থানা এলাকায় এক কোটি টাকার হেরোইন সহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার হয়। তাঁকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। শনিবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে দেড় লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর হাজতবাসের নির্দেশ দেন। ওই অপরাধীর নাম রবি রায় ওরফে পচা। সরকারি আইনজীবী অমল পাল এদিন জানান, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর রাতে কলকাতা পুলিসের এসটিএফের হাতে ওই মাদকপাচারী গ্রেপ্তার হয়। তার কাছ থেকে এক কোটি টাকার হেরোইন সহ নগদ এক লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার হয়।
  • Link to this news (বর্তমান)