নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর শনিবার শিয়ালদহ আদালতে শুরু হল শোরগোল পড়া ট্যাংরা দে পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। মামলার বিশেষ সরকারি আইনজীবী তপন রায় জানান, এদিন এই মামলার শুনানি হয় ভার্চুয়াল মাধ্যমে। যে ফটোগ্রাফার ঘটনাস্থলের ছবি তুলেছিলেন, তিনি প্রথম সাক্ষ্য দেন। তবে তাঁর সাক্ষ্য অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৬ সেপ্টেম্বর।
আদালত সূত্রে জানা গিয়েছে, ১৯ মে বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে ব্রিজের একটি পিলারে ধাক্কা দেয় প্রণয় ও প্রসূনের গাড়ি। ওই ঘটনায় তাঁরা গুরুতর জখম হন। প্রণয়ের নাবালক ছেলেও তাতে জখম হয়। এরপর ট্যাংরার বাড়ি থেকে প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা ও প্রসূনের স্ত্রী রোমি ও তাঁদের নাবালিকা মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। দুই ভাই প্রণয় ও প্রসূন গ্রেপ্তার হয়। পুলিস তাঁদের বিরুদ্ধে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগ এনে চার্জশিট দেয়। এদিন শিয়ালদহের দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক কোর্টে শুরু হল সেই মামলায় বিচার প্রক্রিয়া।