• এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার খোলা থাকছে কোনা এক্সপ্রেসওয়ে! সচল দ্বিতীয় হুগলি সেতুও
    আনন্দবাজার | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • পর পর দু’টি রবিবার বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে। বন্ধ ছিল যান চলাচলও। কিন্তু স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রবিবার খোলা থাকছে দুটোই। পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে চাকরিপ্রার্থীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

    রবিবার এসএসসির নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের সেই প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশে সেই পরীক্ষাই আবার নতুন করে হতে চলেছে রবিবার। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) খোলা রাখার কথা ভাবা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে পরীক্ষার্থীদের যাতে কোনও রকম অসুবিধায় না পড়তে হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

    গত দুই রবিবার দ্বিতীয় হুগলি সেতুর কেব্‌ল মেরামতির কাজ করেছে হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)। পাশাপাশি, সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। কোনা এক্সপ্রেসওয়েতে ‘এলিভেটেড করিডর’-এর জন্য ওই বিম বসানোর কাজ চলছে। রবিবার ছুটির দিন হওয়ায় যে হেতু নিত্যযাত্রীর ভিড় কম থাকে, তাই এ সব কাজের জন্য বেছে নেওয়া হচ্ছিল রবিবারগুলিকেই। ভোর ৪টে থেকে রাত সা়ড়ে ৯টা পর্যন্ত সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছিল যান চলাচল। দিনভর হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। ভোগান্তি নিয়েই যাতায়াত করতে হচ্ছিল সাধারণ মানুষকে। এ বার পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
  • Link to this news (আনন্দবাজার)