• হঠাৎ রাষ্ট্রপতি ভবনে মুর্মুর সঙ্গে বৈঠক মোদির, আলোচনার বিষয়বস্তু নিয়ে জল্পনা
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি ভবনে গিয়ে শনিবার দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের সেই সাক্ষাৎ ও বৈঠকের ছবি প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও ঠিক কী ইস্যুতে দু’জনের বৈঠক বৈঠক হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর চিন সফর ও ভারত-মার্কিন সম্পর্কের দোলাচলের মাঝে কূটনৈতিক ইস্যুতে এই বৈঠক হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    জাপান ও চিন সফর শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে চিনে এসসিও বৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ফ্রেমের ছবি জানা জল্পনা তৈরি করেছে বিশ্ব কূটনীতিতে। ওয়াকিবহাল মহলের মতে আমেরিকার ‘দাদাগিরি’কে টক্কর দিতে তৈরি হচ্ছে ভারত-রুশ-চিনের নয়া অক্ষ। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে আমেরিকার। গত শুক্রবার এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়ায় লেখেন, ‘মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।’

    এর ঠিক পরই অবশ্য ভোলবদল করে হোয়াইট হাউস। কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে ট্রাম্প জানান, “আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি। আমি খুব হতাশ কারণ রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। আমি তাদেরকে এটা জানিয়েছি। ভারতের উপরে আমরা ৫০ শতাংশ চড়া শুল্ক চাপিয়েছি। এটা খুব বড় শুল্ক।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের বন্ধুত্বের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “মোদি আমার খুবই ভালো বন্ধু। কয়েক মাস আগে তিনি এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনে সাংবাদিক সম্মেলন করেছিলাম।” ট্রাম্প আরও বলেন, “আমার সঙ্গে সবসময় মোদির বন্ধুত্ব থাকবে। উনি খুব বড় প্রধানমন্ত্রী। আমি সব সময় বন্ধু থাকব।”

    শুল্ক ইস্যুতে ভারত-মার্কিন দ্বন্দ্বের মাঝেই ট্রাম্পের এহেন প্রশংসার পর সোশাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওঁর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। ভারত এবং আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারি রয়েছে।’ দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের পর ফের ট্রাম্পের তরফ থেকে বন্ধুত্বের হাতছানির মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুমান করা হচ্ছে, চিন সফরের পর আন্তর্জাতিক সমীকরণ নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)