• ১.৮ কোটি টাকা জিএসটি দাবি করতে ১০ কোটি টাকার জাল বিল! পুলিশের জালে প্রতারক
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • GST বিলে বিপুল জালিয়াতির অভিযোগ। নয়ডার একটি বেসরকারি সংস্থার এক প্রাক্তন কর্মচারীকে প্রায় ১০ কোটি টাকার জাল GST ইনভয়েস তৈরি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ, তিনি ওই জাল বিল দাখিল করে ১.৮ কোটি টাকার ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবি করেছিলেন।

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অভিনব ত্যাগী। তিনি মূলত মোরাদাবাদের বাসিন্দা এবং বর্তমানে গ্রেটার নয়ডার বিসরাখ এলাকায় বসবাস করেন। কোম্পানির অ্যাকাউন্ট বিভাগে কাজ করার সময় এবং পণ্য ও পরিষেবা কর (GST ) এবং ট্যাক্স-রিটার্ন পোর্টালে ফাইলিংয়ের কাজ করার সময়ে তিনি তাঁর এক সহযোগীর সঙ্গে জালিয়াতি করার জন্য যোগসাজশ করেছিলেন বলে অভিযোগ। তাঁকে সাইবার পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।

    পুলিশ অভিযুক্তের কাছ থেকে চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি গাড়ি, জিএসটি-সংক্রান্ত নথি এবং একটি রেন্ট এগ্রিমেন্টও বাজেয়াপ্ত করেছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইনের ধারা অনুসারে একটি এফআইআর দায়ের করা হয়েছে। খোঁজ চলছে এই জালিয়াতিতে যুক্ত অভিনবের অন্য সঙ্গীর।

  • Link to this news (এই সময়)