১০টা বাজতেই এসএসসি পরীক্ষাকেন্দ্রগুলির গেট খুলে গেল। নিয়ম মেনে পরীক্ষার্থীদের নথিপত্র চেক, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে তার পরে মিলছে ভিতরে প্রবেশের ছাড়পত্র। ১২টা থেকে শুরু পরীক্ষা। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিতে।
কিভে ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হানা। দাউ দাউ করে জ্বলছে ভবন। বড়সড় ক্ষতির সম্ভাবনা।
গত ১৬ জুলাই কোল্ডপ্লে-এর কনসার্টে আর পাঁচটা কাপলের মতোই সহকর্মীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল অ্যাস্ট্রোনমার (Astronomer)-এর CEO অ্যান্ডি বায়রন ও সংস্থার প্রাক্তন চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবটকে। ‘Kiss Cam’-এ সেই মুহূর্ত ধরা পড়তেই তুমুল বিতর্ক শুরু হয়। ঘরে-বাইরে নানা সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। সেই ক্যাবট এ বার ডিভোর্সের পথে হাঁটছেন বলে খবর। গত ১৩ অগস্ট ক্রিস্টিন ক্যাবট ও তাঁর স্বামী অ্যান্ড্রু ক্যাবট ডিভোর্স কেস ফাইল করেছেন।
হরিদেবপুর থানা এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন থানায়। শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেখানেই তিনি গণধর্ষণের শিকার হন।
দক্ষিণ কোরিয়ায় যেতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের শেষে সে দেশে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। এ বার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা APEC সামিট হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। তাতেই অংশ নেওয়ার কথা ট্রাম্পের। আর সে দেশে গেলে আলাদা করে দেখা করতে পারেন শি জিংপিংয়ের সঙ্গেও। এর আগে জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। চিনের তিনজিয়ানে সাংহাই কোঅপারেশন অরগানাইজেশন বা SCO সামিটে দেখা হয় তাঁদের।
২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো আজ বেলা ১২টা থেকে এসএসসি নবম-দশমের পরীক্ষা। নিয়ম মেনে পরীক্ষা না দিলে বাতিল হতে পারে উত্তরপত্র। ২৩ হাজার ২১২ শূন্যপদ রয়েছে নবম-দশমে। প্রায় ৩ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী আজ পরীক্ষায় বসতে চলেছেন। অন্যদিকে ১৪ সেপ্টেম্বর হবে একাদশ-দ্বাদশের পরীক্ষা। একাদশ-দ্বাদশে রয়েছে ১২ হাজার ৫১৪ শূন্যপদ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বাড়বে তাপমাত্রা। সকাল থেকেই ভ্যাপসা গরম, রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। রাত ৯টা ৫৮ মিনিট থেকে রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। দীর্ঘ সময়ের গ্রহণ আজ। একই সঙ্গে আজ রাতের আকাশে বিরল দৃশ্যের দেখা মিলবে। দেখা যাবে ব্লাড মুন। চাঁদ লাল আভায় আবৃত হবে। ভারতের দিল্লি, মুম্বই, কলকাতা, পুনে, লখনৌ, হায়দরাবাদ-সহ প্রায় সব বড় শহর থেকেই দৃশ্যমান হবে আজকের গ্রহণ।