• বাবার বন্দুক নিয়ে খেলাধুলা, খেলতে খেলতে ট্রিগারে চাপ ভাইয়ের, 'ছোট্ট' ভুলে ৯ বছরের নাবালকের রক্তে ভাসল ফুলের বাগান
    আজকাল | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাগানেই রাখা ছিল বাবার বন্দুক। খোলা জায়গায় বন্দুকটি রাখা ছিল, শুধুমাত্র বাঁদরের দলকে ভয় দেখাতে। বাগানে ফুল, ফল নষ্ট করে দেয় বাঁদর। সেই উপদ্রবেই বন্দুকটি রাখা ছিল এক কোণে। দুই ভাই খেলতে খেলতে সেই বন্দুকটি হাতে তুলে নেয়। এরপরই ঘটল চরম পরিণতি। খেলার ছলে বন্দুকটি হাতে তুলে নেয় সাত বছরের নাবালক। অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। সঙ্গে সঙ্গে গুলি ছিটকে লাগে নয় বছর বয়সি নাবালকের বুকে। ভাইয়ের ছোট্ট ভুলে নাবালক দাদার রক্তে ভেসে যায় ফুলের বাগান। চোখের সামনে নাবালকের মর্মান্তিক পরিণতিতে আঁতকে ওঠে পরিবার। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের সিরসি জেলায়। খেলাধুলার সময় এয়ার গান থেকে গুলি ছিটকে পড়ে নয় বছর বয়সি নাবালকের শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নাবালকের বাবার নাম বাসাপ্পা উদিয়ার। সোমানালি গ্রামের এক বাড়িতে কাজ করেন তিনি। সাত বছর বয়সি ছোট ভাইয়ের সঙ্গে নাবালক বাড়ির বাইরেই খেলাধুলা করছিল। 

    জানা গেছে, বাড়ির বাগানেই বন্দুকটি রাখা ছিল। বাগান পাহারা দেওয়ার জন্য বাঁদরের উপদ্রব থেকে বাঁচতেই বিশেষত বন্দুকটি সেখানে রাখা ছিল। সেটি নজরে পড়ে দুই ভাইয়ের। খেলতে খেলতে সেই বন্দুকটি তুলে নেয় মৃত নাবালকের ভাই। অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে দেয়। গুলি ছিটকে লাগে নাবালকের বুকে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় বাগানেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

    ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক। নাবালকের দেহটি ময়নাতদন্তের জন্য সিরসি হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

    প্রসঙ্গত, অসাবধানতাবশত গুলিবিদ্ধ হয়ে দুই বছরের এক শিশুর এমন মর্মান্তিক পরিণতি হয়েছিল গত বছর। বরযাত্রীদের শোভাযাত্রা যাচ্ছিল। ব্যান্ডপার্টির আওয়াজ শুনেই ঘর থেকে বারান্দায় ছুটে এসেছিল সে। সঙ্গে ছিলেন বাবা, মা। মজাই লাগছিল বরযাত্রীদের নাচ করতে দেখে। সেই মুহূর্তেই ঘটল বিপত্তি। মজা করতে করতে বরযাত্রীদের মধ্যে থেকে শূন্যে ছোড়া হল গুলি। বারান্দায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দু'বছরের এক শিশুর। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নয়ডায়। শিশুর বাবা পুলিশকে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে দিল্লি থেকে নয়ডায় চলে আসেন তাঁরা। রবিবার রাতে বাড়ির সামনে দিয়ে বরযাত্রীদের শোভাযাত্রা যাচ্ছিল। চারতলার বারান্দায় দাঁড়িয়ে সকলে মিলে দেখছিলেন। হঠাৎ খেয়াল করেন বারান্দায় রক্তের স্রোত। খুদের মাথা থেকে ঝরছে রক্ত। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

    নিহত শিশুর বাবা আরও জানিয়েছেন, বরযাত্রীদের শোভাযাত্রাটি গুরুগ্রাম থেকে নয়ডার দিকে আসছিল। তখনই তাঁদের মধ্যে থেকে কয়েকজন শূন্যে গুলি ছোড়ে। সেই গুলি এসে লাগে শিশুর মাথায়। পুলিশের কাছে ইতিমধ্যেই দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। শূন্যে গুলি ছোড়ার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। তাদের কাছে বন্দুকের লাইসেন্স ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)