আজ চন্দ্রগ্রহণের সময়ে ঘটবে বিস্ময়কর ঘটনা, কী হবে ৮২ মিনিটে?
আজ তক | ০৭ সেপ্টেম্বর ২০২৫
দুর্লভ মহাজাগতিক দৃশ্য চাক্ষুস করতে উদগ্রীব স্কাইওয়াচাররা। রাতের আকাশে রবিবার দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গাঢ় লাল রংয়ের চাঁদের সাক্ষী থাকবে বিশ্ব।
বিস্ময়কর এই ঘটনার নামকরণ করা হয়েছে 'ব্লাড মুন'। ৮২ মিনিট ধরে দেখা যাবে রক্তাভ চাঁদকে। যা এই দশকের সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হিসেবেই চিহ্নিত হতে চলেছে।
চন্দ্রগ্রহণের সময়ে ঠিক কী দেখা যাবে আকাশে?
সূর্য এবং চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে এবং চাকতিতে চাকতিতে তাদের আকৃতি মিলে যায় তখনই হয় চন্দ্রগ্রহণ। কারণ পৃথিবীতে বাধাপ্রাপ্ত হওয়ায় সূর্যের আলো সরাসরি চাঁদে এসে পৌঁছতে পারে না। সূর্যগ্রহণের সময়ে সাধারণত দিনেই আঁধার নেমে আসে। তবে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে চাঁদ রক্তাভ হয়ে ওঠে। লাল আভা ছড়িয়ে দেয় আকাশে।
পৃথিবীর ফাঁক গলে যেটুকু সূর্যের আলো চাঁদে আসচে পারে তাতে নীল এবং সবুজ রংয়ের শর্ট ওয়েভলেন্থ ছড়িয়ে পড়ে। চাঁদে তা পৃথিবীর ছায়া পড়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে ওঠে চতুর্দিক।
এদিন বিশ্বজুড়ে ৮২ মিনিট ধরে ব্লাড মুন দেখা যাবে। হাল্কা তামাটে রংয়ের চাঁদের চতুর্দিকে থাকে লাল আভা। এ দৃশ্য স্মৃতিতে আজীবন থেকে যাবে বলেই উল্লেখ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
ভারতে কখন ব্লাড মুন দেখার সেরা সময়?
প্রথম থেকে শেষ পর্যন্ত চন্দ্রগ্রহণের সমস্ত মুহূর্তই ভারত থেকে দেখা যাবে। জ্যোতির্বিদরা জানাচ্ছেন, এই গোটা গ্রহণ পর্ব শুরু হবে সন্ধ্যার শেষ এবং রাতের শুরুতে। মধ্যরাত পর্যন্ত চলবে মহাজাগতিক এই বিস্ময়কর ঘটনা। আংশিক এবং সম্পূর্ণ গ্রহণ পর্যায় চলবে কয়েক ঘণ্টা ধরে তবে সবচেয়ে আকর্ষণীয় হবে ৮২ মিনিটের পর্ব। এই সময়ের মধ্যেই চাঁদ রক্তাভ লাল হয়ে উঠবে। রবিবার রাত ৯টা ৫৮ মিনিটে গ্রহণ শুরু হবে। ৮ সেপ্টেম্বর মধ্যরাত ১টা ২৬ মিনিটে শেষ হবে।
কোন কোন শহর থেকে দেখা যাবে?
দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতা থেকে চন্দ্রগ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে।
এছাড়াও ভারতের বাইরে ইয়াঙ্গন, সাংহাই, জোহানেসলবার্গ, লাগোস, কায়রো, ব্যাংকক, জাকার্তা, বার্লিন, মস্কো, বুচারেস্ট, সিডনি, সোফিয়া, টোকিও, বেজিং, আঙ্কারা, ব্রাসেলস, অ্যামস্টারডাম, প্যারিস, লন্ডন, মাদ্রিদ থেকেও ভাল ভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ।
সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনও বিশেষ সুরক্ষিত সানগ্লাসের প্রয়োজন পড়ে না। খালি চোখেই চাক্ষুস করা যাবে ব্লাড মুন। টেলিস্কোপে চোখ রাখলে অবশ্য অনেক স্পষ্ট হবে সেটি।
কেন এই ব্লাড মুন মিস করা যাবে না?
এমন দীর্ঘসময়ের চন্দ্রগ্রহণ সাধারণত বিরল। এক ঘণ্টারও বেশি সময়ে লাল হয়ে ওঠা চাঁদ বিস্ময়কর দৃশ্য। ফটোগ্রাফারদের কাছে এই সময়টা গোল্ডেন মুহূর্ত। ব্লাড মুন লেন্সবন্দি করার জন্য তাই প্রস্তুত সকলেই। ২০০এমএস বা তার বেশি দৈর্ঘ্যের লেন্স দিয়ে DSLR ক্যামেরার মাধ্যমে ব্লাড মুনের ছবি তোলা যাবে। স্মার্টফোনে টাইমার দিয়ে তোলা যাবে। তবে জুম করলে ভাল উঠবে না।