• হরিদেবপুরে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ! তদন্তে পুলিশ
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় এক তরুণীকে(২০) অপহরণ করে গণধর্ষণের অভিযোগ! এমনই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিদেবপুরে। অভিযুক্ত দুই যুবক চন্দন মল্লিক ও দেবাংশু বিশ্বাস পলাতক। পুলিশ সূত্রে খবর, গতকাল, শনিবার রাতে প্রথমে জন্মদিনের পার্টিতে ওই তরুণীকে আমন্ত্রণ জানায় চন্দন। কিন্তু তাতে যেতে চায়নি ওই তরুণী। পরে তাঁকে বাড়ির কাছ থেকেই অপহরণ করে মালঞ্চ এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন চন্দন ও তার বন্ধু দেবাংশু বিশ্বাস। এমনটাই অভিযোগ নির্যাতিতার।পরে বাড়িতে গিয়ে গোটা ঘটনাটি খুলে বলে সে। পরিবারের সদস্যদের সঙ্গেই থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই নির্যাতিতা। 
  • Link to this news (বর্তমান)