বজবজ ট্রাঙ্ক রোড সংস্কারে বরাদ্দ সাড়ে ২৪ কোটি টাকা
আনন্দবাজার | ০৭ সেপ্টেম্বর ২০২৫
কলকাতা থেকে তারাতলা হয়ে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বা বজবজে যাওয়ার অন্যতম প্রধান রাস্তা বজবজ ট্রাঙ্ক রোড। ওই রাস্তা দিয়ে মহেশতলা বা বজবজ বিধানসভা এলাকার বাসিন্দা ছাড়াও সাতগাছিয়া বিধানসভার একাংশের মানুষজন যাতায়াত করেন। বর্ষা শুরুর পরেই চূড়ান্ত বেহাল হয়ে পড়ে ওই রাস্তার আছিপুর থেকেমহেশতলার বাটা মোড় পর্যন্ত অংশ। তার জেরে দুর্ভোগে পড়তে হচ্ছিল নিত্যযাত্রীদের।
বিষয়টি সম্পর্কে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছিল স্থানীয় স্তরে। এ বার ওই বেহাল রাস্তার সংস্কারের জন্য বরাদ্দহল অর্থ। এই কাজের জন্য মোট ২৪ কোটি ৬০ লক্ষ ৫০ হাজার ৩৪১ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকারের অর্থ দফতর। জানা গিয়েছে, বাটা মোড় থেকে আছিপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তার মধ্যে আড়াই কিলোমিটারেরকিছু বেশি রাস্তা পেভার ব্লকের হবে। বাকি রাস্তাটি পিচের করা হবে। এর আগে জিঞ্জিরাবাজার থেকে বাটার মোড় পর্যন্ত পেভার ব্লকেররাস্তা করা হয়েছিল প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে।
গোপাল ভদ্র নামে এক নিত্যযাত্রী বলেন, ‘‘রাস্তার অত্যন্ত খারাপ অবস্থা। চারদিক গর্তে ভর্তি।প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কখনও সাইকেল, কখনও স্কুটার বা টোটো উল্টে যাচ্ছে রাস্তায়। রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে প্রচুর মানুষ উপকৃত হবেন।’’ আর একনিত্যযাত্রী বিশ্বজিৎ মণ্ডল বলেন, ‘‘বৃষ্টির সময়ে জল জমলে বিপত্তি বাড়ে। আবার জল শুকিয়ে গেলে রাস্তায় ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। রাস্তা সংস্কার হলে বজবজ ও মহেশতলার মানুষের সুবিধা হবে। যাতায়াতের সময় কমবে।’’